Australian Open 2023: চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন পাওলা বাদোসা, টমলজানোভিচ

।। প্রথম কলকাতা ।।

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ থেকে ছিটকে গেলেন স্বদেশীয় আজলা টমলজানোভিচ এবং স্পেনের পাওলা বাদোসা। এটিপি (ATP) র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১ নম্বরে থাকা বাদোসা কুঁচকির চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে ২৯ বছর বয়সী টমলজানোভিক হাঁটুর চোটের কারণে কোর্টে নামতে পারবেন না।

 

অস্ট্রেলিয়ার টমলজানোভিচ গত বছর ইউএস ওপেন এবং উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “আমি দুঃখিত”। তিনি আরও লেখেন, “এই বার্তাটি লিখতে হবে তা আমার কাছে একেবারেই বেদনাদায়ক কিন্তু, দুর্ভাগ্যবশত, আমি এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমি সুস্থ হওয়ার জন্য আমার ক্ষমতার সবকিছুই করেছি কিন্তু নিরাময় করার জন্য এবং উচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১০০ শতাংশ প্রস্তুত হওয়ার সময় শেষ হয়ে গেছে।”

অন্যদিকে বিশ্বের ১১ নম্বরে থাকা বাদোসা অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ২-এ ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়া-র বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময় তিনি চোট পেয়েছিলেন। যদিও আড়াই ঘণ্টারও বেশি সময়ে তিনি ম্যাচটি স্ট্রেট সেটে জিতেছিলেন। তবে বিশ্বের ৮ নম্বর দারিয়া কাসাটকিনার বিপক্ষে সেমি ফাইনাল ম্যাচে তিনি নামতে পারেননি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনে ফ্রান্সের লিওলিয়া জিনজিন এবং ব্রাজিলের লরা পিগোসিকে আহত জুটির বদলি হিসেবে নাম দেওয়া হয়েছে।

 

এর আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বিশ্বের ১ নম্বর পুরুষ তারকা কার্লোস আলকারাজ। তার জন্য ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল পুরুষদের একক ড্রয়ে শীর্ষ বাছাই হবেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও চোটের জন্য নামতে পারবেন না। পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিয়েছেন জাপানি তারকা নাওমি ওসাকা। একাধিক তারকার ছিটকে যাওয়ায় যে জৌলুস হারাবে অস্ট্রেলিয়ান ওপেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Exit mobile version