Pathaan Controversy: পাঠানের গান এবার চোখে লাগল সেন্সার বোর্ডের! ছবির বেশ কিছু দৃশ্য পরিবর্তনের নির্দেশ

।। প্রথম কলকাতা ।।

Pathaan Controversy: এখনও মুক্তি পায়নি ছবি। আর তার আগেই তা নিয়ে বিতর্ক জারি রয়েছে। মূলত ছবির গানে আপত্তি রয়েছে একাংশের। এবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ‘পাঠান’-এর নির্মাতাদের ছবির গানে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন এবং একটি সংশোধিত সংস্করণ জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি ফিল্মটি CBFC পরীক্ষক কমিটির কাছে পৌঁছেছে এবং বোর্ডের নির্দেশিকা অনুসারে যথাযথ ও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত ‘পাঠান’, (Pathaan) যেটিতে জন আব্রাহামও (Jhon Abraham) অভিনয় করেছেন, সেটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় নতুন বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে CBFC চেয়ারপার্সন প্রসূন যোশি বলেছেন, ‘নির্দেশিকা অনুসারে ‘পাঠান’কে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কমিটির পক্ষ থেকে গানগুলি সহ চলচ্চিত্রের কিছু দৃশ্যে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে’।

NDTV ‘সংবাদমাধ্যমে’ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বিবৃতিতে বলেছেন, ‘যদিও প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে, তাও বলতে চাই যে আমাদের ঐতিহ্য এবং বিশ্বাস আগে। আর দর্শক এবং সিনেমা নির্মাতাদের মধ্যে যথাযথ ব্যালেন্স বজায় রাখা আমাদের কর্তব্য। যাতে বাস্তব ও সত্যের পথ থেকে ফোকাস সরে না যায়, সেদিকে খেয়াল রাখা জরুরী’। তাঁর বিশ্বাস, এভাবেই আমরা শৈল্পিক বহিঃপ্রকাশ এবং দর্শকদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হব। এবার ‘বেশরম রং’-এ ‘বেশরমিতা’ নজর এড়ায়নি CBFC-র। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন একাংশ। অনেকে এও বলেছেন যে, ‘গানে অভিনেত্রীকে এভাবে দেখতে হবে ভাবেননি’। এমনকি এই বিতর্কে মিশেছে রাজনীতির রং। এখন দেখার নতুন করে কী পরিবর্তন হয় ছবিতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version