Pathaan: ৪ দিনে ২০০ পার! ‘KGF 2’ হের গেল ‘পাঠান’-এর কাছে

।। প্রথম কলকাতা ।।

Pathaan: চার বছর পর বড়পর্দায় ফিরে একেবারে ঝড় তুলেছেন কিং খান। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠান’ (Pathaan) দর্শক মহলে দারুন সাড়া ফেলেছে। বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে ছবি। ‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এই ছবি। আর কেবলমাত্র ভারতে ২০০ কোটি টাকা অতিক্রম করেছে ‘পাঠান’। ছবিতে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone),‌ জন আব্রাহামও। এর আগে দীপিকার সঙ্গে জুটি বেঁধে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মত ছবি দর্শকদের উপহার দিয়েছেন কিং খান। এবারও কামাল দেখিয়েছে তাঁদের জুটি।

গেল ২৫ জানুয়ারি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে কিং খানের এই ছবি। মনে হচ্ছে, বিগত এত দিনের সমস্ত মাইলফলক ভেঙে যাবে এই ছবির কারণে। সপ্তাহের মাঝে মুক্তি পেয়ে দক্ষিণ ভারতীয় দুই ছবির রেকর্ড নিমেষে ভেঙে ফেলেছে ‘পাঠান’। ‘বাহুবলি ২’ এবং ‘কেজিএফ ২’-এর (KGF 2) রেকর্ড ভেঙে বছরের শুরুতে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। ‘দ্য ওয়াল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রেড অ্যানালিস্ট এবং সিনেমার সমালোচক তরণ আদর্শের ট্যুইট অনুযায়ী, দেশে ২০০ কোটি টাকার গণ্ডি পেরতে মাত্র চার দিন সময় নিয়েছে ‘পাঠান’। সেদিকে ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবলি ২’ ২০০ কোটি ব্যবসা করতে সময় নিয়েছিল পাঁচ দিন এবং ছ’দিন। সপ্তাহের মাঝে মুক্তি পেয়ে মাত্র চার দিনেই সেখানে সেই রেকর্ড ভেঙেছে কিং খানের ছবি।

তবে এই ছবি মুক্তির আগে তা নিয়ে বহু বিতর্ক ছিল নানা মহলে। এমনকি ছবি বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছে। যদিও সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বাদশার ছবিকে সুপারহিট করেছেন তাঁর ভক্তরা। অন্যদিকে অনেকে ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে ছবিটিকে যুক্তিহীন দাবি করেছেন। তাতে শাহরুখের ভক্তদের বক্তব্য, স্পাই থ্রিলার ছবিতে যুক্তি খুঁজতে গেলে, সিনেমা দেখাটা সমস্যার হয়ে যাবে। বিগত এত বছর পর শাহরুখের থেকে এরকমই একটি ব্লকবাস্টার ছবি আশা করছিলেন তাঁর ভক্তকূল। একেবারে নতুনভাবে দর্শকদের সামনে ধরা দিয়েছেন অভিনেতা। আর তাঁর এই নতুন রূপ সাদরে গ্রহণ করেছেন সবাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version