Border-Gavaskar Trophy: ‘ফিল্ডিং ও স্লিপ ক্যাচের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে’, টেস্ট সিরিজের আগে রাহুল দ্রাবিড়

।। প্রথম কলকাতা ।।

 

৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ভারতীয় দল ফিল্ডিং, বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ের দিকে মনোনিবেশ করছে। ভারতের স্লিপ ফিল্ডারদের পারফরম্যান্স অতীতে উদ্বেগের বিষয় ছিল এবং দ্রাবিড় বলেছিলেন যে দলটি চার ম্যাচের টেস্ট সিরিজের আগে নাগপুরে প্রস্তুতিমূলক ক্যাম্প চলাকালীন স্লিপ কর্ডনকে শক্তিশালী করার চেষ্টা করছে।

 

টুইটারে বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিওতে দ্রাবিড় বলেছেন, “সবাইকে সত্যিই ভালো অবস্থায় দেখা যাচ্ছে। টেস্ট দলকে আবার একত্রিত করতে পেরে ভালো লাগছে। গত এক মাস বা তারও বেশি সময় ধরে আমরা অনেক সাদা বলের ক্রিকেট খেলেছি।” তিনি আরও বলেন, সেই ছেলেদের মধ্যে কিছু, সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে ফিরেছে। তাদের জন্য নেটে সেই বর্ধিত সময়টুকু থাকাটা ভালো।”

 

দ্রাবিড় বলেন, “এই সপ্তাহটি অনুশীলনের জন্য পাওয়ায় আমাদের জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ ছিল এবং আমরা, কোচিং স্টাফ হিসাবে, প্রায় এক মাস ধরে এই চার-পাঁচ দিনে আমরা কী করব তা নিয়ে পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছি। আমি আনন্দিত যে এটি সব একসাথে ভালভাবে হয়েছে।”

অস্ট্রেলিয়া এবং ভারত বর্তমানে আইসিসি পুরুষদের টেস্ট দল র‌্যাঙ্কিং এবং চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উভয়েই যথাক্রমে ১ এবং ২ র‌্যাঙ্কিংয়ে রয়েছে। নাগপুর টেস্ট ছাড়াও, নয়া দিল্লিতে (ফেব্রুয়ারি ১৭-২১), ধর্মশালা (মার্চ ১-৫) এবং আহমেদাবাদে (৯-১৩ মার্চ) আরও তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।

Exit mobile version