Raghav-Parineeti Engagement: পরিণীতি – রাঘবের বাগদানের আংটির দাম জানেন? এই টাকায় একটা ফ্ল্যাট হয়ে যাবে

।। প্রথম কলকাতা ।।

Raghav-Parineeti Engagement: পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার এনগেজমেন্ট হল। পরির হাতের আংটিতে পেল্লাই সাইজের হিরে। বিলাসবহুল ফ্ল্যাটের দামের সমান পরিণীতি চোপড়ার আংটি। এনগেজমেন্ট রিংটির দাম কত জানেন? এদিকে রাঘবের হাতে পাতলা ব্যান্ড রিং। অনুষ্ঠানের জন্য দেশে এলেন দেশি গার্ল। শ্বশুড়বাড়ির বিয়েতে বিদেশী জামাই নেই। প্রিয়াঙ্কার সঙ্গে নিক এলেন না কেন? একমাত্র শ্যালিকার বাগদানে কেন এলেন না জামাইবাবু? জানেন? অবশেষে ভালবেসে আংটিবদল হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। দুজনের আংটির মধ্যে কারটা কত বেশি দাম? নিক কেন শ্বশুড়বাড়িতে এলেন না?

পরনে সাদা পোশাক, অনামিকায় বাগ্‌দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। তাদের দুজনের রোমান্টিক ছবি ইন্টারনেটে ভাইরাল। বাগদানের পরে দম্পতি তাদের আংটি ফ্লন্ট করে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। দুজনের আংটির ডিজাইন নজর কেড়েছে দর্শকদের। আচ্ছা রাঘব না পরিণীতি কার আংটির কত দাম জানেন?

কে কাকে কত দামী আংটি পড়ালেন?

পরিণীতির আংটিটি একটি সলিটায়ার হিরে। অন্যদিকে রাঘব চাড্ডার আংটিটি একটি ব্যান্ড আকারের তাতে বেশ কয়েকটি হিরে রয়েছে। জানা গিয়েছে রাঘব চাড্ডার আংটির দাম ১ লাখ ৫ হাজার টাকা। অন্যদিকে বিলাসবহুল ফ্ল্যাটের দামের সমান নাকি পরিণীতি চোপড়ার আংটি। এনগেজমেন্ট রিংটির দাম ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। ফ্যাশন ডিজাইনার পবন সচদেবের পোশাকে সেজেছিলেন রাঘব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।

শনিবার সকাল থেকেই দিল্লির কাপুরথালা হাউসে ছিল সাজো সাজো রব। তরুণ আপ নেতা রাঘব চাড্ডার বাড়িতেই হল আংটিবদলের অনুষ্ঠান। দিনের বেলা সেখানে পরিবার, পরিজনদের দেখা গিয়েছে। কিন্তু রাত বাড়তেই আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। সুদূর আমেরিকা থেকে বোনের বাগদান অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু একমাত্র শ্যালিকার বাগদানে নিক কেন নেই? প্রিয়াঙ্কা তাঁর ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি দিয়েছেন। পরিণীতির বাবা-মা, পবন চোপড়া এবং রীনা চোপড়ার সঙ্গেও ছবি শেয়ার করেছেন দেশি গার্ল। কিন্তু ভারতে শ্বশুড়বাড়ির অনুষ্ঠানে নিক কেন এলেন না? জানা গিয়েছে নিক তাঁর নতুন অ্যালবমের প্রচারে ব্যস্ত সেই কারণেই নাকি রাঘব-পরিণীতির বাগ্‌দানটা মিস করলেন। নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে বাগদানের থিম রাখা হয়েছিল প্যাস্টেল শেডে
সব মিলিয়ে নিমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১৫০ জন।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে মনের মানুষের হদিশ মিলেছে নায়িকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version