।। প্রথম কলকাতা ।।
shabash feluda: গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। নস্টালজিয়া উস্কে দিতে জি ফাইভের পর্দায় ফিরছেন ফেলুদা। পরিচালনায় অরিন্দম শীল। আগামী ৫ মে থেকে দেখা যাবে ‘সাবাশ ফেলুদা’ সিরিজ। পয়লা বৈশাখের দিন সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এল। ইতিপূর্বে ফেলুদা হিসেবে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনগুপ্তকে । এবার সেই দলে নাম লেখালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ফেলুদার চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টপাধ্যায়।একসময় তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে, কিন্তু এবার তিনি নিজেই ফেলুদা। অন্যদিকে তোপসে হিসেবে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো দাপুটে অভিনেতারা।
সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোল গল্পের উপর ভিত্তি করে এই ছবি ‘সাবাশ ফেলুদা’ তৈরী। এদিন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের প্রথম ঝলকের ভিডিও পোস্ট করেন। এবং ক্যাপশনে লেখেন, ‘এবার মগজাস্ত্র হবে আরও ধারালো! গ্যাংটক যখন গন্ডগোলে ভরা, ফেলুদাই একমাত্র পারে তার সমাধান করতে! পর্দায় ফিরছে ছোটবেলার নস্টালজিয়া! দেখে নিন সাবাশ ফেলুদা”-র টিজার শুধুমাত্র জি ফাইভের পর্দায়!’
এখন দর্শকদের মন কতখানি জয় করে নিতে পারেন নতুন ফেলুদা সেটাই দেখার। অতীতে ব্যোমকেশকে নিয়ে সিনেমা করে সাফল্য লাভ করা পরিচালক এবার ফেলুদা বানাতে গিয়েও সফল হন কি না সেটাও দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম