ICC Men’s T20 World Cup: বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পাকিস্তানের প্ৰাক্তন অধিনায়কের

।। প্রথম কলকাতা ।।

 

ICC Men’s T20 World Cup: অস্ট্রেলিয়াকে পরাজিত করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছে ভারতীয় দল। সুপার এইট পর্বে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে রোহিতবাহিনী। ২৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত। অন্যদিকে বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে আফগানিস্তান।

 

এদিন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। রোহিত শর্মার ৪১ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ২০৬ রান তোলে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ২০ ওভারে মাত্র ১৮১ রান তুলতে পারে। ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা।

 

এবার সেই ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরশদীপ সিং এবং ভারতীয় দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছেন ইনজি। সেই ম্যাচে আরশদীপ সিং এবং টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা নাকি বল টেম্পারিং করেছিলেন বলে দাবি করেন প্রাক্তন পাক অধিনায়ক।

 

ইনজামাম উল হক বলেন, আইসিসির চোখ খুলে দেখা উচিত। ভাইরাল ভিডিওতে ইনজামামকে বলতে শোনা যায়, ‘আরশদীপ সিং ইনিংসের ১৫ ওভারে বল করতে এসে অস্বাভাবিক রিভার্স সুইং করেছিল’। তিনি আরো বলেন, ‘১২ থেকে ১৩ ওভারের মধ্যে বল রিভার্স সুইং করতে শুরু করেছিল। এটা কি সম্ভব? পাকিস্তানি বোলার হলে আলাদা ব্যাপার ছিল। আমরা রিভার্স সুইং খুব ভাল করেই জানি।’ প্ৰাক্তন পাক অধিনায়কের এই দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version