World Athletics Championships 2023: পাক খেলোয়াড় ভারতের পতাকার নীচে! নীরজ চোপড়ার সাহসে নড়ে গেল পাকিস্তান

।। প্রথম কলকাতা ।।

World Athletics Championships 2023: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার এই কাজে ক্ষেপে গেল পাকিস্তান। পাকিস্তানের খেলোয়াড়ের ভারতীয় পতাকার সামনে দাঁড়িয়ে ছবি। বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে কী কান্ড ঘটে গেল? ভারতবাসী হাততালি দিচ্ছে এই নীরজ চোপড়ার স্টেপে। ভারতের বুক গর্বে আবার ভরিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া। বিশ্বচ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ার প্রথম ভারতে সোনা। কিন্তু শুধু তাই নয় সঙ্গে ঘটে গেল আরও এক কান্ড? পাকিস্তান কী তাহলে শাস্তি দিতে পারে এজন্য তাদের খেলোয়াড় আরশাদ নাদিমকে?

অনেকেই বলছেন আন্তর্জাতিক মঞ্চে এমনটা কাজ করতে ধক লাগে। মধ্যরাতে ইতিহাস তৈরি করে পাকিস্তানের আরশাদ নাদিমকে হারিয়ে দিলেন নীরজ মাত্র এক মিটারের ব্যবধানে নীরজ নাদিমকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা আনলেন দেশে। অন্যদিকে নাদিম এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম পাকিস্তানি খেলোয়াড় যিনি রূপোর পদক পেলেন। এই পর্যন্ত তো সবই ঠিক ছিল। কিন্তু তারপরই ঘটে গেল অন্য এক কান্ড ছবি তোলার জন্য পাকিস্তানের পতাকাই পেলেন না নাদিম? অ্যাথলিটরা নিজের দেশের জাতীয় পতাকা নিয়ে ছবি তুলছিলেন। সেই সময় অনুপস্থিত ছিলেন পাকিস্তানের নাদিম। ভারতের নীরজ চোপড়াই তাঁকে ডাকেন ফটো তোলার জন্য। এরপরই ভারতীয় পতাকার নিচে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন দুই তারকা। এর মানে পাকিস্তানী খেলোয়াড় নাদিমকেও দেখা যায় ভারতের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে ছবি তুলতে।

আসলে ঘটনাটা ঘটে কিছুটা এরকম ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর নীরজ এবং নাদিম একে অপরকে আলিঙ্গন করেন। এরপরে নীরজ এবং জাকুব তাদের নিজ নিজ পতাকা নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন তবে সেখানে রুপোজয়ী পাকিস্তানের নাদিম ছিলেন না পাকিস্তানের পতাকাও সেই সময় রেখে দেওয়া হয়, কিন্তু নীরজ সেই সময় নাদিমকে ছবির জন্য ডাকেন তখন নাদিম দৌড়ে এসে নীরজের পাশে ভারতীয় পতাকার নিচে দাঁড়ান। এই ভিডিয়ো মধ্যরাতেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এখন ভাইরাল। একই পতাকার নিচে দুই দেশের খেলোয়াড়। বিশেষ করে পাকিস্তানী খেলোয়াড়কে দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনেকেরই। অনেকেই বলছেন সাহস লাগে এমন স্টেপ নিতে গেলে।

রবিবার কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন নীরজ ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষস্থান ধরে রাখলেও তাঁকে চাপে রেখেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। শেষ থ্রো পর্যন্ত উদ্বেগ ছিল যে নীরজকে পেরিয়ে যাবেন না তো। তাছাড়া নীরজকে দেখেও মনে হচ্ছিল না যে তিনি পুরোপুরি ছন্দে নেয়। তারপর মাঝরাতে ঘুরে গেল খেলা। অলিম্পিক্স চ্যাম্পিয়ন তো ছিলেনই নীরজ চোপড়া এবার তাঁর মাথায় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটও উঠল। নীরজ জানালেন আগামিদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে, আরও পরিশ্রম করব আরও নিজেকে উজাড় করে দেব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version