।। প্রথম কলকাতা ।।
‘ছেঁড়া’ জুতো পরে বোলিং পাক পেসার হ্যারিস রউফের। মাত্র ৬ ওভার বোলিং করেই বাংলাদেশ ইনিংসে সব মিলিয়ে ৪ উইকেট তাঁর দখলে। তাহলে কি ছেঁড়া জুতোর পিছনে আসল রহস্য লুকিয়ে? আসল ঘটনাটা হল , পেসারদের ক্ষেত্রে একটা বড় সমস্যা জুতো। পা স্লাইড করে বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময়। বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতো পড়তেও দেখা যায় কিছুক্ষেত্রে পেসারদের। যাতে বোলিংয়ের সময় আঙুলে চোট লাগার সম্ভাবনা কিছুটা হলেও কমে। হ্যারিস রউফের জুতোর বাঁ পায়েরটিতে বুড়ো আঙুলের জায়গায় ওই মাপেরই ফুটো করা। বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় পা স্লাইড করলেও আঙুলে চোট লাগার সম্ভাবনা নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম