।। প্রথম কলকাতা ।।
Pori Moni-Razz: সম্পর্ক মানেই সেখানে প্রেম-ভালবাসার পাশাপাশি থাকবে মান-অভিমান, রাগ, দুঃখ, ঝগড়াও। বছরের শুরুতে আচমকাই নিজের বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni)। খবর শুনে চিন্তিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। সপ্তাহখানেকের টানাপোড়েন চলে সম্পর্ক নিয়ে। পরে আবার জোড়া লেগেছে দুই তারকার মধ্যেকার সম্পর্ক। এখন একসঙ্গে থাকছেন শরীফুল রাজ (Sariful Razz) ও পরীমণি। কিন্তু দু’জনকে একসঙ্গে কোথাও দেখা না যাওয়ায় বা বাইরে তাঁদের একসঙ্গে ছবি না আসায়, অনেকের মনে প্রশ্ন জাগে, আদৌ কি তাঁদের সম্পর্ক জোড়া লেগেছে? ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অবশেষে শনিবার দুপুরে একসঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ আর পরীমণি। রাজধানীর একটি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে আসেন দুই তারকা। সঙ্গে ছিলেন তাঁদের পাঁচ মাসের সন্তান রাজ্যও।
কফি রঙের জামদানি শাড়ি আর গলায় মুক্তোর মালায় সেজেছিলেন পরীমণি। অন্যদিকে ফরমাল কালো প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরে নজরে এসেছেন রাজ। সঙ্গে ছিল জ্যাকেট। গোটা অনুষ্ঠানে দু’জনকে পাশাপাশি দেখা গিয়েছে। ‘প্রথম আলো’র পক্ষ থেকে তারকা দম্পতির সঙ্গে কথা বলা হয়। রাজের কাছ থেকে জানতে চাওয়া হয় সংসার কেমন চলছে? প্রশ্নে একগাল হেসে রাজ জানান, ‘খুবই ভালো, ফ্যান্টাস্টিক, জোশ যাচ্ছে আমাদের সংসার। বলতে পারেন, সুখ আর আনন্দে আমাদের ঘর এখন ভরপুর। সংসার জীবনে ঝুট-ঝামেলা থেকেই থাকে। প্রায় সব সংসারেই হয় এটা। আমি মনে করি, দাম্পত্য জীবনে একটু মান-অভিমান থাকলে ভালোবাসা আরও বাড়ে। আমাদেরও বেড়েছে’। তাহলে পরীর অভিমান কী করে ভাঙালেন তিনি?
প্রশ্ন শুনে পরীর গালে চুমু খান অভিনেতা। আর সেখানেই তার উত্তর লুকিয়ে রয়েছে। বলেন, গালে এভাবে আলতো চুমু দিয়ে পরীর অভিমান ভাঙাই। এমনভাবে ওঁর সামনে গিয়ে দাঁড়াই যে, ওঁর সমস্ত রাগ-অভিমান পালিয়ে যায়। এদিকে পাশে বসে সমস্ত কথা শুনছিলেন পরী। অভিনেত্রীর বক্তব্য, ‘আমরা যে ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না! প্রার্থনা করবেন যাতে এভাবেই আমাদের জীবনটা এগিয়ে যায়’। এদিকে রাজ ও পরী যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ব্যস্ত, তখন রাজ্য ঘুমিয়ে পড়েছে অন্য আরেকজনের কোলে। অবশেষে সমস্ত ঝামেলা-ঝঞ্ঝাট মিটিয়ে এক হয়েছেন রাজ আর পরী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম