Emiliano Martínez: ওসামা বিন লাদেনের খোঁজ দেওয়া কুকুর এখন মার্টিনেজের পাহারাদার, ব্যাপারটা কী?

।। প্রথম কলকাতা ।।

 

বিশ্বকাপ থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর সেলিব্রেশন হোক বা বুয়েনস আয়ার্সের রাস্তায় এমবাপের এমবাপের আদতে একটি শিশুর মুখোশ পরিয়ে তাকে নিয়ে ব্যঙ্গ করা। যেন বিতর্কে থাকতেই তিনি বেশি পছন্দ করেন আর্জেন্টাইন গোলরক্ষক। এবার কুকুর নিয়ে আলোচনার কেন্দ্রে মার্টিনেজ। কাতারে পুরো বিশ্বকাপে দুর্দান্ত বেশকিছু গোল সেভ করে প্রশংসা কুড়িয়েছেন বিশ্বফুটবলে। জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের খেতাব। নেদারল্যান্ডস ম্যাচ হোক বা ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল মার্টিনেজের দুরন্ত সেভের উপর ভর করেই জয়ের হাসি হেসেছে আলবিসেলেস্তেরা।

 

বিশ্বকাপে জয় করা মহামূল্যবান পদক রক্ষায় কুকুর কিনে ফের একবার আলোচনায় উঠে এসেছেন এমি মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষকের পাহারাদার বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির কুকুর। যার মূল্য ২০ হাজার পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা। মার্টিনেজের এই কুকুর সাধারণ কুকুরের থেকে একেবারে আলাদা। পাকিস্তানে লুকিয়ে থাকা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল কায়রো নামে এক বেলজিয়ান ম্যালিনয়ের। সন্ত্রাস বিরোধী কার্যকলাপ দমনে প্রশিক্ষিত বাহিনীর অন্যতম পছন্দের এই কুকুর। যেমন কর্মদক্ষতা, তেমন প্রখর বুদ্ধি। যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী নেভি সিলস এবং ব্রিটেনের স্পেশাল কমান্ডো বাহিনী এসএএস এই জাতের কুকুর ব্যবহার করা হয়ে থাকে।

 

অতীতে আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিল এই প্রজাতির কুকুর। একাধিকবার আমেরিকান সেনাদের জীবন বাঁচিয়েছে তাঁরা। সিরিয়ার মাটিতে জঙ্গি দমনেও কাজে লাগানো হয়েছে তাদের। বিশ্বের নামী পুলিশবাহিনীর কাছে থাকে ম্যালিনয় প্রজাতির কুকুর। এই কুকুরের ঘ্রাণশক্তি মারাত্মক। কোনরকম বিপদের আঁচ পেলেই সাবধান করে দিতে পারে। শত্রুর উপর আক্রমণেও এর জুড়ি মেলাভার। পরিবারের রক্ষার্থে এবং বিশ্বকাপে জয় করা গোল্ডেন গ্লাভস ও মূল্যবান পদকের সুরক্ষায় এই কুকুর কিনেছেন এমি মার্টিনেজ।

 

সাম্প্রতিককালে ইংল্যান্ডে বসবাসকারী বিভিন্ন ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। সেই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তিনি মনে করেছেন এই কুকুর কিনলে সুরক্ষিত থাকবে তার পদক। আর্সেনালের কোচ মিকেল অর্তেতা, ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস, ইংল্যান্ডের ডিফেন্ডার অ্যাশলে কোল ও হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরির বাড়িতে পাহারাদের ভূমিকায় রয়েছে বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির কুকুর।

Exit mobile version