Rajnikanth: এক সময় কাজ করেছেন কন্ডাকটারের! ৭২তম জন্মদিনে রজনীকান্ত

।। প্রথম কলকাতা ।।

Rajnikanth: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি। ফ্যানেরা তাঁকে ডাকেন ‘থালাইভা’ নামে। চার দশকের কেরিয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বলিউড থেকে হলিউড কিছুই বাদ রাখেননি। ১৯৫০-এর ১২ ডিসেম্বর বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্ম হয় শিবাজী রাও গাইকোয়াড়ের। এটি তাঁর জন্মনাম। তাঁর পরিচিতি রজনীকান্ত নামে।

তাঁকে দক্ষিণাঞ্চলে দেবতার আসনে বসায় মানুষ। পুরো বিশ্বে জনপ্রিয় এই অভিনেতা বয়সকে সংখ্যায় পরিণত করেছেন। এখনও অ্যাকশন দৃশ্যে সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। যদিও তাঁর জনপ্রিয় হয়ে ওঠার পথ মসৃণ ছিল না। একসময় বেঙ্গালুরু মেট্রোপলিটন কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করেছেন। ৭৫০ টাকার মাসিক বেতনে কাজ চালাতেন। তাঁর মায়ের নাম জিজাবাই ও বাবার নাম রামোজি রাও গায়কোয়াড়। ১৯৭৫-এ তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু করেন। প্রথমদিকে বেশিরভাগ ভিলেনের চরিত্রেই দেখা যেত তাঁকে। ১৯৭৩-এ মাদ্রাজ গিয়েছিলেন। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা করতে, সেখানে গিয়েছিলেন। তামিল চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

সিনেমায় তাঁর আচরণ এবং সংলাপের ধরন জনপ্রিয়তার মূল কারণ। ‘শিবাজী’ সিনেমায় অভিনয়ের জন্য ৩.৫১ মিলিয়ন মার্কিন ডলার সম্মানী নিয়েছেন তিনি। আর এর ফলে জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। বিগত কয়েক বছরে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০০০ সালে পদ্মভূষণ সম্মানে এবং ২০১৬-য় পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। ২০২১-এ ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ দেওয়া হয় তাঁকে। এছাড়া ১৯৮৫-তে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার জন্য তামিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’, ২০১১-য় শ্রেষ্ঠ ভিলেনের জন্য ‘বিজয় অ্যাওয়ার্ড’, ২০০৮, ২০১১, ২০১২ সালে পছন্দের হিরো হওয়ার জন্য ‘বিজয় অ্যাওয়ার্ড’, ২০০৭-এ ‘রাজ কাপুর অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

প্রায় ৪০ বছরের বেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। ১৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন এই অভিনেতা। প্রায় সবকটিই সুপারহিট হয়েছে। ‘মুল্লুম মালারুম’, ‘বাসা’, ‘পড়য়াপ্পা’, ‘আন্নামালাই’, ‘মুঠু’, ‘জনি’, ‘থলপথি’, ‘ব্লাডস্টোন’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শুধু বিনোদন জগতই নয়, দক্ষিণ ভারতের রাজনীতিতেও তাঁর বিশেষ ঝোঁক রয়েছে। এছাড়া গান গেয়েছেন ও প্রযোজনা করেছেন এই ব্যক্তিত্ব। অক্লান্তভাবে তিনি অভিনয় জগতে কাজ করে চলেছেন। তাঁকে যেভাবে সম্মান করেন তাঁর ভক্তরা, তা বলার নয়। তাঁকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। তিনি এতটাই জনপ্রিয় যে, তাঁকে ‘গড অফ ইন্ডিয়ান সিনেমা’ বলা হয়। জানা গিয়েছে, তাঁর জন্মদিন উপলক্ষে ২০ বছর পর আবারও সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাবা’। রজনীকান্তের ব্লকবাস্টার সিনেমার মধ্যে এটি একটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version