ODI World Cup 2023: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, ফাইনাল ১৯ নভেম্বর: রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

 

ODI World Cup 2023: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। ইএসপিএনক্রিকইনফো-এর একটি প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (BCCI) টুর্নামেন্টের জন্য প্রায় ১২টি ভেন্যু বাছাই করেছে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবেআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অন্যান্য ভেন্যুগুলো হল- বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাই।

 

প্রতিযোগিতায় ৪৬ দিন ব্যাপী ৪৮টি ম্যাচ আয়োজিত হবে। যেখানে ১০টি দল কাঙ্ক্ষিত ট্রফির জন্য লড়াই করবে। প্রতিবেদনে প্রধান ভেন্যুগুলোর তালিকা উল্লেখ করা হলেও, বোর্ড টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের জন্য আরও ২-৩টি ভেন্যু ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। মাঠ পছন্দের পিছনে প্রধান কারণ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং সময়মতো মাঠ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর উপস্থিতি।

 

যদিও বিশ্বকাপের জন্য ফিক্সচারগুলি সাধারণত এক বছর আগে ঘোষণা করা হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এখনও পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা পরিস্থিতি এবং ভারত সরকারের কাছ থেকে অফারে কর ছাড়ের পরিস্থিতি বোঝার জন্য অপেক্ষা করছে। বিসিসিআই এবং আইসিসি দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তির অংশ হিসাবে, ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত তিনটি টুর্নামেন্টের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

 

অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটাররা ২০১৩ সাল থেকে কোনো টুর্নামেন্টের জন্য ভারতে যাননি তবে বিসিসিআই স্পষ্ট করেছে যে তাদের ভিসা ভারত সরকার প্রদান করবে।

Exit mobile version