International Film Festival of India: নুসরাতের ছবি বিশ্ব প্রিমিয়ারে! গোয়ার উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের এই সিনেমা

।। প্রথম কলকাতা।।

International Film Festival of India: পৃথিবীর প্রাচীনতম সিনেমা উৎসব কোনটি জানেন? এটি হল অত্যন্ত সম্মানজনক একটি উৎসব। এখানে দেখানো হয় বিভিন্ন দেশের দুর্দান্ত সব ছবি। প্রতিবছর নিয়ম করে ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক একই ভাবে ২০২২ এও ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আসর বসতে চলেছে গোয়ায়। সেখানেই নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পাতাল ঘর’। মূলত ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য ছবিটি নির্বাচিত হয়েছে। এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

‘প্রথম আলো’র সংবাদ অনুযায়ী, ২০২২ এ ২০ থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আসর। এই উৎসব চলতি বছরে ৫৩তম বর্ষে পা দিল। এখানে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘পাতাল ঘর’ সিনেমাটি। পরিচালনা করেছেন নুর ইমরান। ছবি প্রযোজনায় রয়েছেন আবু শাহেদ। পাতালঘর সিনেমাটি এখন বাংলাদেশের কোন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। গোয়ার উৎসবে ২৪শে নভেম্বর সর্বপ্রথম ছবিটি প্রদর্শিত হবে। সাধারণত একটি জুরিবোর্ডের মাধ্যমে এই অনুষ্ঠানে প্রদর্শিত সিনেমা গুলিকে প্রথমে নির্বাচন করা হয়। প্রথম নয়, গত বছরেও এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল বাংলাদেশের ‘পায়ের তলার মাটি নাই’ নামক ছবি। আবু শাহেদ মনে করছেন, বিশাল আন্তর্জাতিক প্রাঙ্গনে বাংলাদেশের সিনেমার নির্বাচিত হওয়া একটি বড় অর্জন।

‘পাতাল ঘর’ ছবিতে দেখতে পাবেন নুসরাত ফারিয়াকে। মূলত মা এবং মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ফুটে উঠেছে ছবিটিতে। যেখানে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। বিশ্ব প্রিমিয়ারে এই প্রথম নুসরাতের অভিনীত কোন ছবি নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানে অভিনেত্রী সহ ছবিটির প্রযোজক এবং পরিচালক উপস্থিত থাকবেন। সাত বছরের অভিনয়ের কেরিয়ারে নুসরাতের এই প্রথম বড় প্রাপ্তি। ছবিটিতে নুসরাত ছাড়াও দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিম, আফসানা মিমি, মৌটুসি বিশ্বাস, নাসির উদ্দিন খান, আরফান মৃধা, সালাউদ্দিন লাভলু, মামুনুর রশিদ প্রমুখ ব্যক্তিদের।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version