Taslima Nasrin: ‘আজকাল আমার বই বের হলে তেমন আনন্দ হয় না’, সোশ্যাল মিডিয়ায় কেন এমন লিখলেন তসলিমা?

।। প্রথম কলকাতা ।।

Taslima Nasrin: প্রায় সময়ই নানা বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখে থাকেন তিনি। ফের ফেসবুকে (Facebook) নিজের কিছু মতামত রেখেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবার কোন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি? এদিন একাল ও সেকালের মধ্যেকার পার্থক্য বুঝিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বই বের হওয়া আগে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এখনকার মতো লেখকদের কাছ থেকে টাকা নিয়ে প্রকাশকেরা বই ছাপাতেন না। তাঁর (Taslima Nasrin) কথায়, গাঁটের পয়সা খরচা করে নতুন লেখকদের বই ছাপাতে প্রকাশকরা একদমই উৎসাহী নন। আগেও ছিলেন না। কিন্তু নতুন লেখকদের মধ্যে প্রতিভাবান কারোর খোঁজ পেলে প্রকাশকরা বই প্রকাশ করতেন। আমাদের বাঙালি প্রকাশকরা পান্ডুলিপি পড়ে প্রতিভা অনুমান করবেন এতটাও শিক্ষিত নন। তাঁরা তখনই কারোর বই ছাপাতেন যখন সে লেখককে নিয়ে সমাজে চর্চা হতো বা লেখালিখি হত। এক কথায় তিনি বলতে চেয়েছেন, আগেকার দিনে বই বের করা যতটা চ্যালেঞ্জিং ছিল এখনকার দিনে ততটা নয়। যে কেউ যেকোনও সময় নিজের বই বার করতে পারেন। পাশাপাশি তিনি বলে দিয়েছেন, তা কীভাবে সম্ভব হচ্ছে?

উল্লেখ্য, লেখিকার কথায়, বই প্রকাশের জন্য এখন আর লেখক হতে হয় না, কবিও হতে হয় না। হাতে কিছু টাকা থাকলেই সেটা যথেষ্ট। অলেখক এবং অকবিদেরও আজকাল পাঠক তৈরি হয়েছে। এই পাঠকদের কিন্তু অপাঠক বলে চিহ্নিত করা যায়। সেইসঙ্গে তিনি লক্ষ্য করেছেন, আজকাল তাঁর বই বের হলে আগের মত উচ্ছ্বাস বা আনন্দ হয় না। বই বের হলে ঠিক আছে, না বের হলেও ঠিক আছে। এখনকার দিনে অসততা, অনাচার, দুর্নীতি, প্রতারণা, নির্মমতা আর নিষ্ঠুরতার মধ্যে একা একা নিজের সততা, স্বচ্ছতা, সরলতা আর উদারতা অক্ষত রেখে মেরুদণ্ড শক্ত রেখে স্রোতের বিরুদ্ধে অনড় দাঁড়িয়ে থাকাই একটা বড় চ্যালেঞ্জ। এদিন তসলিমার করা পোস্টে মন্তব্য আর লাইকের বন্যা বয়ে গিয়েছে।

লেখিকার পোস্টে কেউ মন্তব্য করেন, অপাঠক আছে বলেই অলেখকগণ লিখে চলেছেন এবং প্রকাশক বই ছাপাচ্ছেন। আবার কেউ মন্তব্য করেছেন, বইমেলায় দেখা যায় সুন্দরী নারীরাই শুধু জনপ্রিয় লেখক। তাঁদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য লাইন ধরেন পাঠকরা। কারোর কথায়, প্রকাশকরা নিজের টাকায় সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটির মত মানুষের লেখা বই ছাপাতে বেশি আগ্রহী হয়। মোটামুটি সকল নেট নাগরিকরাই তাঁর কথাকে সমর্থন জানিয়েছেন। বলতে গেলে, স্পষ্টবাদী একজন মানুষ তিনি। আর তাঁর এই স্পষ্টবাদীতার কারণেই বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। মাঝেমধ্যেই সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠেন তিনি। বাংলাদেশের (Bangladesh) এই বিতর্কিত সাহিত্যিককে নিয়ে আলোচনার শেষ নেই। এদিন তাঁর এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version