Novak Djokovic: চোটের পর দুবাই প্রত্যাবর্তনের আগে কোর্টে ভালো বোধ করছেন নোভাক জোকোভিচ

।। প্রথম কলকাতা ।।

 

জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন নোভাক জোকোভিচ। চোট কাটিয়ে ফের টেনিস কোর্টে ফিরছেন তিনি। চলতি সপ্তাহে দুবাইতে এটিপি ট্যুরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান জিতে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে রাফায়েল নাদালের সঙ্গে একই আসনে বসেছেন সার্বিয়ান তারকা।

 

শিরোপা জয়ের আগে অ্যাডিলেডে ওয়ার্ম-আপ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জানিয়েছেন যে, দুবাইয়ে তার অংশগ্রহণ কয়েকদিন আগে পর্যন্ত সন্দেহের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে সে তার সমস্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

 

জোকোভিচ বলেন, “কয়েক সপ্তাহ টেনিস নেই। গত কয়েকদিন ধরে উচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হওয়ার জন্য নিজেকে ফিরিয়ে আনার জন্য যতটা সম্ভব অনুশীলন করার করেছি।” তিনি আরও বলেন, “আমি এক সপ্তাহ ধরে কোর্টে ব্যথা অনুভব করিনি। আমি ১০০ শতাংশ সুস্থতার এর কাছাকাছি চলে আসছি। এখনও খেলার পরিপ্রেক্ষিতে নেই এবং কোর্টে আমি কেমন অনুভব করছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও ব্যথা নেই। আমার কোর্টে ফেরার পথে কোনো বাধা নেই।”

 

সার্বিয়ান তারকা বলেন, “প্রতিটি আঘাতের পরে মেকানিজম ভারসাম্যপূর্ণ হতে, কোর্টে সামঞ্জস্য করতে সময় লাগে। অনায়াসে চলাফেরার সেই ভাঁজ খুঁজে পেতে সময় লাগে এবং কিছু ঘটতে যাচ্ছে তা নিয়ে চিন্তা না করে। আমার সেসব চিন্তা নেই।”

Exit mobile version