Australian Open 2023: ফাইনালে সিতসিপাসকে হারিয়ে রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতলেন নোভাক জোকোভিচ

।। প্রথম কলকাতা ।।

 

রবিবার, ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্টেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (৭), ৭-৬ (৭) গেমে পরাজিত করলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

গত বছর নির্বাসিত হওয়ার পর থেকে শুরু করে মেলবোর্নে নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ কাপ হাতে নিয়ে পডিয়ামের শীর্ষ ধাপে দাঁড়ানো পর্যন্ত একটি অসাধারণ প্রত্যাবর্তন জোকোভিচের। মেলবোর্ন পার্কে তার প্রথম মুকুট জয়ের ১৫ বছর পর সার্বিয়ান তারকা প্রথম ব্যক্তি হিসেবে ক্যারিয়ারে ১০ অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জয়ের নজির গড়লেন। রাফায়েল নাদালের (ফ্রেঞ্চ ওপেনে ১৪) পরে জোকোভিচ একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে কমপক্ষে ১০টি শিরোপা জিতেছেন।

 

এদিন স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে রাফায়েল নাদালকে স্পর্শ করলেন জোকোভিচ। গত বছর অবসর নেওয়া রজার ফেডেরার প্রথম ব্যক্তি হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েছিলেন। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কবলে পড়েন রাফায়েল নাদাল। যা মেলবোর্নে তার দ্বিতীয় রাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় স্পষ্ট হয়েছিল। তবে নাদাল ও ফেডেরারের চেয়ে জোকোভিচ আরও বেশি ক্ষুধার্ত।

 

জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তার নিখুঁত রেকর্ড অব্যাহত রেখেছেন, মেলবোর্ন পার্কে তার জয়ের দৌড় ২৮-এ প্রসারিত করেছেন। সেই সঙ্গে সোমবার এটিপি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে ফিরে এসেছেন নোভাক জোকোভিচ।

Exit mobile version