।। প্রথম কলকাতা ।।
অ্যাডিলেডে জোকোভিচ ঝড় অব্যাহত। শনিবার রাশিয়ান ড্যানিল মেদভেদেভকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। যদিও ম্যাচের সময় পায়ে চোট লেগেছিল সার্বিয়ান তারকার। মেডিকেল টাইমআউটও নিতে হয় জোকোভিচকে। রবিবারের ফাইনালে সেবাস্তিয়ান কোর্দার বিপক্ষে খেলবেন জোকোভিচ। ইয়োশিহিতো নিশিওকা সেমিফাইনালের মাঝপথে চোট পেয়ে অবসর নেওয়ায় কোর্দা ফাইনালে উঠে।
তিনি কিছু প্রদাহ-বিরোধী ওষুধ নিতে কোর্টের বাইরে গিয়েছিলেন।ম্যাচের পর জোকোভিচ বলেন, “সৌভাগ্যক্রমে, এটি খুব গুরুতর কিছু ছিল না, আশা করি, আগামীকাল সব ঠিক হয়ে যাবে।”
২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে হাইওন চুং-এর কাছে হারের পর থেকে অস্ট্রেলিয়ায় জোকোভিচের টানা ৩৩তম জয়। গত বছর কোভিড-১৯-এর টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত হওয়ায়, কোর্টে নামতে পারেননি তিনি।