শাশুড়ি, সতীনের গল্প নয়, কমলা ও পৃথ্বীরাজে লাগানের দৃশ্য দেখে তুমুল প্রশংসা দর্শকদের

।। প্রথম কলকাতা ।।

শ্বাশুড়ি-বৌমার কুটকচালি কিংবা পরকীয়ার ভীড়ে একেবারে ভিন্ন স্বাদের একটি সিরিয়াল হল স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি এই বাংলা সিরিয়ালে সদ্য দেখানো হয়েছে ইংরেজদের সাথে ভারতীয়দের ক্রিকেট ম্যাচ। ভারতে শুরু হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের মহা যুদ্ধের সময় ধারাবাহিক থেকেই বা কেন বাদ যাবে ক্রিকেট খেলা? তাইতো এই ধারাবাহিকে দেখান হল সেই ক্রিকেট খেলায়। ব্রিটিশদের সঙ্গে ক্রিকেট ম্যাচ কে দেখানো হচ্ছে মেগাতেও।

প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতে ক্রিকেটের এই মহাযুদ্ধের রেশ এবার এসে পড়ল বাংলা সিরিয়ালের শুটিং ফ্লোরেও।  যা দেখে দর্শকদের অনেকেই তুলনা করেছেন বলিউডের আমির খান অভিনীতজনপ্রিয় সিনেমা লগানের সাথে। সিনেমায় ভুবনে চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই সিনেমায় দেখা গিয়েছিল গ্রামের অসহায় গরীব কৃষকরাই হাতে তৈরি ব্যাট বল দিয়েই খেলার মাঠে ঝড় তুলেছিলেন। এবার সেই ঘটনাই দেখা গেল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে। কমলার শ্বশুরমশাইয়ের ওকালতির লাইসেন্স বাতিল করে দিয়েছে ইংরেজরা। তাই তিনি চাষের জমিতে চাষ করতে গিয়েছিলাম। কিন্তু ইংরেজরা তাতেও বাধা দিয়ে বলেন সেখানে তৈরি হবে ইংরেজদের ক্রিকেট খেলার মাঠ। তাই সমস্যার সমাধান করতে দুপক্ষ আলোচনায় বসলে ইংরেজরা কমলার শ্বশুরকে শর্ত দিয়ে বলেন ক্রিকেট খেলায় জিততে পারলে তবেই চাষের জমিতে চাষ করার অনুমতি মিলবে।

সিরিয়ালে ব্যবহার করা হয়েছে এই সিনেমার গানও। ক্রিকেট বিশ্বকাপের অবহে বাংলা সিরিয়ালে হাত ধরে যেন লাগান সিনেমার পুরনো নস্টালজিয়াই ফিরে পেয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকরা। তাই প্রশ্ন উঠছে। তাহলে কি বাংলা সিরিয়ালে সত্যিই লাগান তৈরি করতে চেয়েছেন এই এই সিরিয়ালে লেখক ? এই সিরিয়ালের লেখক জ্যোতি  হাজরা। তিনি জানিয়েছেন, “আমাদের মেগা সিরিয়ালে পুরনো টেম্পলেটে বিজিএম মিউজিকগুলো সিনেমার পরিচিত থাকেই। জগৎপুরের চাষীদের সংগ্রাম দেখিয়েছি আমরা। কমলার শ্বশুরমশাইয়ের আইনের লাইসেন্স বাতিল করে দেয় ইংরেজরা। তাঁর চাষের জমিও নিয়ে নেয়। বলে, চাষের জমি ফেরত পেতে হলে তাদের সঙ্গে ক্রিকেট ম্যচে জিততে হবে। এমনই বিষয় কিন্তু ‘লগান’ ছবিতেও ছিল।”

‘লগান’-এ ব্যক্তিগত ঝামেলা ছিল না। এখানে কিন্তু ব্যক্তিগত ঝামেলাই দেখানো হয়েছে। এখানে কমলাই প্রধান। সে ইংরেজি ভাষাটা জানে। অনুবাদক হয়ে কাজ করে মাঠে। সিরিয়ালের ক্রিকেট ম্যাচে প্রচুর বিদেশি অভিনেতা ছিলেন।জানা যায়, তাঁরা মায়াপুর ইস্কনের রাধাকৃষ্ণের ভক্ত। শুটিং ফ্লোরেও নাকি ছিল ‘রাধে রাধে’, ‘হরে কৃষ্ণ’ ধ্বনিও। বৃষ্টির মধ্যে শ্যুটিং হয়েছে ধারাবাহিকের ক্রিকেট ম্যাচের। বাংলা সিরিয়ালের গল্পে লাগানর ক্রিকেট ম্যাচ।যা বহু দর্শকদের চমকে দিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় ছিল বিদেশি কলাকুশলীরা এলেন কোথা থেকে। সবটাই আশা করি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারলাম। প্রত্যেক সিরিয়ালের খুঁটিনাটি সবকিছু জানতে চোখ রাখুন প্রথম বাংলায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version