সুপারস্টার শাকিব নয়! অন্য কেউ ? নিশোকে নিয়ে গোপন সত্যি ফাঁস অপূর্বর

।। প্রথম কলকাতা ।।

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা, কিন্তু নিশো – অপূর্ব-র মধ্যে জোর ইগোর লড়াই? নিশোকে অপূর্ব-র মত দেখতে নাকি উল্টোটা! “আসলে ওকে নিয়ে এসেছিলাম আমি” নিশোর কেরিয়ার নিয়ে বিস্ফোরক অপূর্ব। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের জায়গা ভবিষ্যতে অন্য কেউ নেবে? ঢালিউডে শাকিব খানের কি দিন শেষ হয়ে গেল? সোজাসাপটা জবাব দিলেন ওপারের অপূর্ব। ওপারের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টলিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি চালচিত্রর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।কলতাকার অনেকেই নিশোকে অপূর্বের সঙ্গে মিলিয়ে ফেলেন। অনেকের মতে দুজনকে প্রায় একই রকম দেখতে। জনপ্রিয়তায় নিশোকে কি নিজের থেকে এককাঠি নিচেই রাখলেন অপূর্ব?

এই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এমন প্রশ্নে জবাবে অপূর্ব বলেন, বিড়ম্বনায় নাকি নিশোকে পড়তে হয়েছে তাকে নয়। প্রচুর মানুষ নিশোকে অপূর্ব বলে ডাকত। নিশোকে নাকি বেশ ভুগতে হয়েছে এটার জন্য।ব্যক্তিগত জীবনে দু’জনেই বেশ ভালো বন্ধু। আবার শোনা যায়, কাজের প্রতিযোগিতা করতে গিয়ে নাকি তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধও চলে। একজন নাকি অন্যজনকে সহ্যও করতে পারেন না অনেক সময়। নিশোর কেরিয়ার নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন অপূর্ব। বাংলাদেশের সংবাদমাধ্যমে একদম সোজাসুজি বলে দিলেন থ্যাঙ্ক গড ও নিশো হয়ে উঠতে পেরেছে। “আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায় অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি তখনই রাকায়েত ভাইকে বলেছিলাম নিশোকে নাটকে নেওয়ার কথা”।

বাংলাদেশের সুপারস্টার মানেই শাকিব খান। অপূর্ব কি এমনটাই মনে করেন? তার সাথেও কি শাকিবের হাড্ডাহাড্ডি লড়াই? এক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপূর্ব বলেন, “আমি শুধু বলতে পারি তিনি সুপারস্টার” এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে সেই সম্মান তার প্রাপ্য কেউ কারও থেকে কম বা বেশি নয় সবার জীবনে উত্থান-পতন থাকে আজ যে সুপারস্টার ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে”। প্রতিমের নতুন বাংলা ছবি চালচিত্রতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। বাংলাদেশি নাটকের রোম্যান্টিক হিরো হলেন এপারের ভিলেন। ভীষণ প্রেসারে ছিলাম। কেন বললেন অপূর্ব?

টলিউডের কাজ করার অভিজ্ঞতা কেমন? বাংলাদেশ তথা ওপার বাংলায় দারুণভাবে জনপ্রিয় জিয়াউল ফারুক অপূর্ব। যদিও তাঁর ক্রেজ এপার বাংলাতেও কম নয়। বাংলাদেশের একাধিক ছবি-নাটকে অপূর্বের অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। এপার বাংলায় কতটা নিজের জায়গা ধরে রাখতে পারেন। সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version