রুবেল নয় ! শ্বেতার হিরো এখন এই নায়ক, নতুন জুটি আসছে

।। প্রথম কলকাতা ।।

রুবেলের প্রেমিকা শ্বেতা ফিরছে টিভির পর্দায়, রুবেল নয়! নায়িকার নতুন হিরো কে? দুজনের একসঙ্গে এটাই প্রথম কাজ। কোন চ্যানেলে দেখতে পাবেন? শ্বেতার নতুন সিরিয়াল নিয়ে সবটা জানাবো। কিছুদিন আগেই শেষ হয়েছে রণজয়ের গুড্ডি সিরিয়ালটি। এখানে তাঁকে শ্যামোপ্তির সঙ্গে দেখা গিয়েছিল। অপরদিকে, শ্বেতার শেষ সিরিয়াল ছিল সোহাগ জল। এর আগে শ্বেতাকে যমুনা ঢাকিতে দেখা যায়। শোনা যাচ্ছে, একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রণজয়কে। তাঁর বিপরীতে থাকছেন শ্বেতা। সিঁদুর খেলা, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকির মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। সোহাগ জলে তাঁর কাজও খুব প্রশংসা পেয়েছিল। প্রথম কাজ স্টার জলসার সঙ্গে হলেও পরপর প্রোজেক্টে তিনি জি বাংলারই নায়িকা। এবার প্রথমবার স্টার জলসার নায়কের সাথে কাজ করতে চলেছেন।

এখনও টিভির পর্দায় কোনও ঝলক দেখা যায়নি। শোনা যাচ্ছে ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শ্যুট। ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে। উল্টোদিকে রণজয়কে দেখা যাবে এক ধনী পরিবারের ছেলের চরিত্রে। ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং। গত বছরই বিচ্ছেদ হয়ে গিয়েছিল সোহিনী আর রণজয়ের। যদিও তা নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। পুজো মিটতে না মিটতেই সোহিনীর সঙ্গে গায়ক শোভনের প্রেমচর্চা মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে বারবার উঠতে থাকে রণজয়ের নামও। এমনকী রটে যায় রণজয় নাকি তাঁর গুড্ডি সহ-অভিনেতা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে প্রেম করছেন। এদিকে সোহিনীর জীবনে এসেছে শোভন। সোশ্যালমিডিয়ায় তাঁদের একসাথে ছবিও দেখা গিয়েছে। এবার অনস্ক্রিন শ্বেতার সাথে রণজয়ের কেমিস্ট্রি কেমন হয় সেটাই দেখার।

শ্বেতা ভট্টাচার্য, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন থেকে শুরু করে সিনে দুনিয়া, একের পর এক ভাল কাজ করে চলেছেন। বড়পর্দায়ের প্রথম কাজ অভিনেতা দেবের বিপরীতে। সবমিলিয়ে অভিনয় জগতে শ্বেতার পায়ের তলার মাটি এখন বেশ শক্ত। তবে সম্প্রতি রুবেলের পায়ের চোটের কারণে চিন্তিত ছিলেন শ্বেতা। আবার তাঁর মায়ের শরীরও খারাপ হয়ে যায়। তাই ব্যক্তিগত জীবন নিয়ে বশ কিছদিন আপসেট ছিলেন শ্বেতা। এবার ধারাবাহিকের কাজ শুরু করছেন। শ্বেতা রণজয়ের এই সিরিয়াল নিয়ে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version