।। প্রথম কলকাতা ।।
Oscars 2023: প্রথমবার ভারতীয় প্রযোজনার কোন ছবি অস্কারের দৌড়ে রয়েছেন। হিট ভারতীয় ছবি ‘আরআরআর’ (RRR) তার প্রথম একাডেমি পুরস্কারের জন্য প্রস্তুত৷ ফিল্মের গান ‘নাতু নাটু’ সম্প্রতি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড জিতেছে এবং এখন অস্কারের জন্য মনোনীত হয়েছে। সবাই যখন ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান অস্কার ২০২৩ জেতার জন্য আশা করছে, তখন এ আর রহমান (A. R. Rahman) বলেছেন যে তিনি কেবল এটি ৯৫তম একাডেমি পুরস্কার অর্জন করতে চান না বরং ভবিষ্যতে গ্র্যামিও পেতে চান।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুরকার এ আর রহমান নাটু নাটুর জন্য উল্লাস প্রকাশ করেছেন এবং শেয়ার করেছেন যে গানটির জয় ‘ভারতকে উন্নীত করবে’। তিনি বলেন, “আমি চাই নাটু-নাটু পুরষ্কার জিতুক, আমি চাই তারাও গ্র্যামি জিতুক কারণ আমাদের যে কোনো পুরষ্কার ভারতকে উন্নীত করবে এবং আমাদের সংস্কৃতির ঘনত্ব আরও বেশি হবে।”
ম্যাগনাম ওপাস এনার্জি-প্যাকড ট্র্যাক ‘নাটু নাটু’ এই বছর ‘অরিজিনাল গান’ বিভাগে অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে। এমএম কিরাভানির ‘নাটু নাটু’-এর এই গীতিকবিতা, গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরবের উচ্চ শক্তির উপস্থাপনা। প্রেম রক্ষিতের অনন্য কোরিওগ্রাফি এবং চন্দ্রবোসের গানের সমস্ত উপাদান যা এই ‘আরআরআর’-র এই গানে একটি নিখুঁত নাচের উন্মাদনা তৈরি করে।
গানটি ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘আপ্লুজ’, টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থারওয়াকান্ডা ফরএভার’-এর ‘লিফ্ট মি আপ’ সহ একাধিক গানের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে। শুধু ‘নাটু নাটু’ নয়, দুটি ভারতীয় তথ্যচিত্রও এই বছর মনোনয়নের জন্য জায়গা করে নিয়েছে – শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিথস’ এবং কার্তিকি গনসালভেসের ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
#WATCH | I want Naatu-Naatu to win awards, I want them to win the Grammy also because any award for any of us will lift India up and the concentration of our culture will become higher: AR Rehman on the song 'Naatu Naatu' nomination for Oscars 2023 pic.twitter.com/5yS01ma2XK
— ANI (@ANI) March 11, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম