নজর নেই বিশ্বকাপে, ভারতে খেতে ব্যস্ত সাকিবরা!

।। প্রথম কলকাতা ।।

প্রহর গোনা শেষ। উন্মাদনার পারদ চড়িয়ে আজ বোধন একদিনের ক্রিকেট বিশ্বকাপের। টুর্নামেন্টের জন্য ১০টি দলই পা রেখেছে ভারতের মাটিতে। এসেছে বাংলাদেশ ক্রিকেট দলও। এবার বিশ্বকাপের আগে থেকে বাংলাদেশ দলকে নিয়ে বিতর্কের শেষ নেই। খেলোয়াড়দের মধ্যেই আঙুল তোলা শুরু হয়েছে। তামিম ইকবালকে দলে না নেওয়া নিয়ে দুভাগে বিভক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট। কে ঠিক আর কে ভুল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর তার মধ্যেই ভারতের মাটিতে পা রাখতেই লোভনীয় খাবারের এক লম্বা তালিকা ধরিয়ে দিয়েছে টাইগারবাহিনী। অনেকেই মজা করে বলছেন বিশ্বকাপে নজর নেই, খেতেই ব্যস্ত বাংলাদেশ। ব্যাপারটা কী?

বড় টুর্নামেন্টে নামার আগে প্রতিটা দলের খেলোয়াড়রাই চাপের মধ্যে থাকেন। সেই চাপ কমাতে চলতি বিশ্বকাপে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আইসিসি। সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের কাছে জানতে চাওয়া হয় ভারতে তাদের পছন্দের খাবার কী? যা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্নের উত্তরে বাংলাদেশের অলরাউন্ডার মেহমুদউল্লাহ বলেন, তিনি বাটার চিকেন খেতেই সবথেকে পছন্দ করেন। এছাড়াও বোলার তাসকিন আহমেদ বলেন, আমি ভালো বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি। নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি বলেন রোগান জোশ খেতে তিনি বেশি পছন্দ করেন। যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার বিশ্বকাপের আগে কোনও দল যদি সবথেকে টলমল অবস্থায় থাকে সেটা হল বাংলাদেশ। এশিয়া কাপে মাত্র একটা ম্যাচে জয় পেয়েছে তারা, তাও আবার নেপালের বিরুদ্ধে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পরাজিত হতে হয় সাকিববাহিনীকে। বিশ্বকাপের দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে একটায় জিতেছে আর একটায় হেরেছে তারা। একের পর এক হারের পরেও বিশ্বকাপে দল নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ক্যাপ্টেন্স-ডে তে তিনি জানান, ২০১৯ সাল থেকে চারটে বিশ্বকাপে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি এবং আমরা আগে যেই পারফর্ম করেছি এবং আশা করছি সেই পারফর্ম করব। দেশ আমাদের থেকে ভালো কিছুর আশা করছে।

প্রতিবার বিশ্বকাপে সাড়া জাগিয়ে শুরু করেও বাংলাদেশ দল ছাপ ফেলতে পারে না। কঠিন দলের সামনে সমস্যায় পড়ে বাংলাদেশ। ব্যাটিং বোলিং নিয়ে সমস্যায় পড়তে হয় টাইগারদের। একাধিক বিতর্ক নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ অভিযান শেষ করে। আবার শোনা যাচ্ছে যে আনফিট সাকিব আল হাসানকে নিয়েই বিশ্বকাপ অভিযানে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল? বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচেও সাকিবকে নামতে দেখা যায়নি। বিগত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন টাইগার সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে সাকিব আদেও কি ফিট? যদিও এই বিতর্কের অবসান ঘটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন সাকিব ১০০ শতাংশ ফিট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version