Saif Ali Khan: ‘গার্ডকে বরখাস্ত করা নয়,’ পাপারাজ্জিদের ‘বেডরুম’ মন্তব্যে নীরবতা ভাঙলেন সাইফ আলি খান

।। প্রথম কলকাতা ।।

Saif Ali Khan: পাপারাজ্জিদের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত বলি তারকাদের। কখনও মলে, কখনও জিমে আবার কখনও বিমানবন্দরে। তাদের খুশি করতে মাঝেমধ্যে বেজায় সমস্যায় পড়তে হয়েছে তারকাদের। যেমনটা ঘটেছে সাইফ আলি খান ও করিনা কাপুরের সঙ্গে। এদিন তারা মালাইকা অরোরার মায়ের জন্মদিনের পার্টি থেকে ফিরেছিলেন। ঠিক সেই সময় বাড়ির অন্দরে দেখেন জনা কুড়ি চিত্র সাংবাদিক। তারকা জুটিকে দেখেই পোজ দেওয়ার অনুরোধ জানান পাপারাজ্জিরা। রাত পর্যন্ত পার্টি করে আসার পর পোজ দেওয়ার কথা বলতেই বেজায় চটে যান সাইফ আলি খান।

পাপারাজ্জিদের উদ্দেশ্যে তিনি একটি মজার মন্তব্য করেন, “এক কাম করিয়ে হামারে বেডরুম মে আ জাইয়ে।” এরপরই শোনা যায় তিনি নাকি এই ঘটনার কারণে বাড়ির নিরাপত্তা কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করেন। তবে এদিন এই প্রসঙ্গে নীরবতা ভাঙেন ছোট নবাব। ভবনের নিরাপত্তা প্রহরীকে বরখাস্ত করার সমস্ত গুজব উড়িয়ে দেন তিনি। বিল্ডিং সিকিউরিটি গার্ডকে বরখাস্ত করা হচ্ছে না, এটি তার দোষ নয় এবং কেউ প্যাপদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিচ্ছে না কারণ আমরা এমনভাবে কাজ করতে চাই না।”

সাইফ আরও বলেন, “ঘটনাটি হল যে তারা গেট দিয়ে ব্যক্তিগত সম্পত্তির ভিতরে ঢুকেছিল, নিরাপত্তারক্ষীকে পাশ কাটিয়ে আমাদের স্থানে ঢুকেছিল। আমাদের উপর ২০টি ক্যামেরা এবং লাইট লাগিয়েছিল যেন এটি করা তাদের অধিকার। এবং এটি অত্যন্ত অন্যায় আচরণ এবং এটি ভুল আচরণ প্রত্যেকের সীমার মধ্যে থাকা উচিত।”

বলিউড তারকা বলেন, “আমরা সব সময় পাপারাজ্জিদের সহযোগিতা করি। আমরা ওদের কাজটা বুঝি, সব সময় হাসিমুখে পোজ দিয়ে থাকি। কিন্তু সেটা বাইরে, বাড়ির ভিতরে নয়। এই কারণেই আমি বেডরুম সম্পর্কে মন্তব্য করেছি। কারণ ওরা সেই সীমা পার করে গিয়েছিল। গোটা বিষয়টা খুবই বিরক্তিকর।”

অভিনেতা মন্তব্য করেন, “প্যাপরা বাচ্চাদের শুটিং করছে, যখন তারা অতিরিক্ত পাঠ্যক্রমিক ক্লাস বা কোনো ক্লাস করছে, এই সবের প্রয়োজন নেই, পাপারাজ্জিরা স্কুলের ভিতরে আসতে পারে না, সেখানেও একটা সীমা আছে।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version