FIFA World Cup 2022: ‘আল রিহালা’ নয় সেমিফাইনাল-ফাইনাল আয়োজিত হবে নতুন বলে, জানুন ফিফার নতুন বলের বিশ্বেষত্ব

।। প্রথম কলকাতা ।।

কাতার বিশ্বকাপ মানেই যে চমক তা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই দেখেছে বিশ্বফুটবল। এবার এল আরও একটি চমক। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল। আর সেমিফাইনালেই নতুন চমক নিয়ে এল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেমিফাইনাল থেকে খেলা হবে নতুন বলে। যার নাম রাখা হয়েছে ‘আল হিলম’ (Al Hilm)। আরবি ভাষায় যার অর্থ ‘স্বপ্ন’। রবিবার একটি বিবৃতি দিয়ে নতুন বলের বিষয়ে জানায় ফিফা।

 

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ ষোলোর ও কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলির খেলা হয়েছে ‘আল রিহলা’ (Al Rihla) বলে। আরবি ভাষায় যার অর্থ ছিল ‘ভ্রমণ’। ‘আল রিহলা’ বলে ছিল অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। নতুন বলেও রাখা হয়েছে একই রকম সেন্সর প্রযুক্তি। দুটি বলই নির্মাণ করেছে জনপ্রিয় প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। ‘আল রিহলা’ -র সঙ্গে প্রযুক্তি গত কোন পার্থক্য না থাকলেও, নতুন বলে থাকছে নকশায় রয়েছে পার্থক্য।

 

‘আল হিলম’-এ থাকছে সোনালী রঙ। এই সোনালী রঙ তুলে ধরবে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি ও কাতারের মরুভূমির কথা। কাতারের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করবে এই বল। ঠিক যেভাবে সন্ধ্যে নামার আগে লালচে আকাশ মরুভূমির সোনালী বালির রঙে মেশে। সেই মনমুগ্ধকর দৃশ্যপটকে তুলে ধরবে ‘আল হিলম’। বিশ্বকাপও যে অন্তিম লগ্নে, তাই বলের রঙও সেইভাবেই করা হয়েছে। বলের প্যানেলগুলোর আকার ত্রিকোণ ও উজ্জ্বল লাল রঙা আভা, যা কাতারের জাতীয় পতাকা ও স্থাপত্যের কথা তুলে ধরবে।

 

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতিহাস গড়া মরক্কো ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থানাধিকারী মোট চারটি ম্যাচ খেলা হবে এই নতুন বলে।

Exit mobile version