Dolly Jain: নীতা আম্বানিকে শাড়ি পরিয়ে লাখে রোজগার ডলির! শাড়ি পরানো পেশা হতে পারে?

।। প্রথম কলকাতা ।।

Dolly Jain: নীতা আম্বানির শাড়ি পরিয়ে লাখে রোজগার এই মহিলার নাম গিনেস বুকেও।ঈশা আম্বানির (Isha Ambani) বিয়েতেও তাঁকে শাড়ি পরিয়েছিলেন ইনিই।গৃহবধূ থেকে কীভাবে আম্বানি-আদানি, (Ambani – Adani) এমনকী দিপীকা-আলিয়ার প্রিয় হয়ে উঠলেন?শুধু শাড়ি পরিয়ে কলকাতার এই মেয়ের যা রোজগার বড় চাকরির মাইনেকেও হার মানাবে!

শাড়ি পরানো পেশা হতে পারে? এই মহিলা শুধু শাড়ি পরিয়ে নীতা আম্বানির (Nita Ambani) থেকে কয়েক লক্ষ টাকা পান।আপনি কি এই ডলি জৈনকে (Dolly Jain) চেনেন? শুধু নীতা আম্বানি নয়! দীপিকা থেকে আলিয়ার কোন অনুষ্ঠানে যাওয়ার আগে এই মহিলাই শাড়ি পরিয়ে দেন। ইশা আম্বানির (Isha Ambani) বিয়ের সাজ থেকে কিয়ারার লেহেঙ্গা! সুন্দর করে পরিয়েছিলেন ইনিই।বিয়েতে ক্যাটরিনাকেও শাড়ি পরানোর গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধেই। ক্যাটরিনাকে ১১ রকমভাবে শাড়ি (Saree) পরিয়েছিলেন আলাদা-আলাদাভাবে!মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়াকেও (Priyanka Chopra) শাড়ি পরানোর জন্য ডাক পড়ে তাঁর।না তিনি মেকআপ আর্টিস্ট নন।ডলি জৈনের কাজই হল শাড়ি পরানো আম্বানি- আদানি থেকে বলিউড অভিনেত্রীরা এই ড্রেপিং আর্টিস্টের ক্লায়েন্ট!লেহেঙ্গা (lehenga) থেকে শাড়ি প্রতিটি পোশাক যত্ন করে নিজের হাতে বলি সুন্দরীদের পরান ড্রেপিং আর্টিস্ট ডলি ।এক একজনকে শাড়ি পরিয়ে মাসে কোটিতে রোজগার তাঁর।

কলকাতায় এই ডলিই একসময় ছিলেন গৃহবধূ! সেখান থেকে কীভাবে সেলিব্রেটিদের এত কাছের হলেন?
নীতা আম্বানি আসলে শাড়ি পরতে খুবই পছন্দ করেন
নিজেদের বাড়ির অনুষ্ঠান হোক বা বাইরের কোনও
পার্টিতে শাড়ি পরতে হলেই ডলিকে ডেকে নেন নীতা আম্বানি।মাত্র সাড়ে ১৮ সেকন্ডে শাড়ি পরিয়ে গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডেসেও নাম তুলেছেন। ভারতের সব প্রদেশের শাড়ি পরানোর কায়দা জানেন ৩২৫ কায়দায় পরাতে পারেন, সঙ্গে জানা আছে ফিউশন সাজের কায়দাও বেঙ্গালুরুর মেয়ে ডলি জৈন। সেখানেই বড় হয়েছেন কিন্তু বিয়ে হয়েছে কলকাতায় শ্বশুরবাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু পরার অনুমতি ছিল না। সেই থেকে ডলির শাড়ি পরার অভ্যাস।শ্রীদেবীকে (Sreedevi) একসময় শাড়ি পরানোর সুযোগ আসে। শ্রীদেবীই বলেছিলেন ডলির হাতে নাকি জাদু আছে

তবে এত বড় তারকাদের মধ্যে ডলির সবচেয়ে পছন্দ দিপীকাকেই।বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিকের
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Dipika Padukone) সবচেয়ে বেশি শাড়ি পরান তিনি শাড়ি পরাও যে একটা শিল্প। তা নিজের গুণে সকলকে দেখিয়ে দিয়েছেন ডলি।আজকাল বিয়ে মানেই যেখানে মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার এবং ডিজাইনারদের রমরমা। সেখানে যে তাঁর মতো ড্রেপিং আর্টিস্টরাও গুরুত্ব পাচ্ছেন তা ডলি জেইনের মতন মানুষের জন্যই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version