Nita Ambani: সোনা পরেন না নীতা আম্বানি! অ্যালার্জি? আসল কারণ জানুন

।। প্রথম কলকাতা ।।
Nita Ambani: মেয়ের বিয়ে থেকে ছেলের এনগেজমেন্ট (Engagement)। মা নীতা আম্বানিকে (Nita Ambani) কখনও সোনার হার (Gold Jwellery) পরতে দেখেছেন?কোটিপতি হয়ে কেন সোনা পরেন না? নাকি কোটিপতি বলেই পরেন না সোনা? নীতার পেট পর্যন্ত একেকটা গলার নেকলেস ,কী দিয়ে বানানো জানেন? আপনার বিয়েতে সোনা কেনার আগে নীতা আম্বানির গয়নার কালেকশন দেখে নিন।সত্যি বলছি আপনার হিংসা হবেই!

তিনি নীতা আম্বানি। তার হাজার হাজার গয়না থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সোনার গয়না (Gold Jwellery) একটাও নেই । কেন জানেন? নীতা আম্বানির বয়স ৬০ ছুঁইছুঁই।কিন্তু যে কোনও নায়িকাকেও হার মানান।বাড়িতে বলাই যায় টাকার পাহাড় আম্বানি পরিবারের বউমা তিনি।হাজার হাজার নেকলেস তার ঘরে গড়াগড়ি খাচ্ছে মেয়ের বিয়েতে জামাই বরণের সময় নীতার গলার হার থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছিল কুন্দনের সেট পরেছিলেন নীতা। তাতে হিরে (Diamond) বসানো। বড় ছেলে আকাশের বিয়ের সময় লাল রঙের লেহেঙ্গা শাড়ির সঙ্গে পরেছিলেন পান্না বসানো হিরের হার। ছোট ছেলে অনন্তের এনগেজমেন্টেও (Anant Ambani Engagement) বড় বড় হিরে বসানো হার পরেছিলেন মুকেশ-পত্নী। কিন্তু কখনই সোনা পরেননি কোটিপতিরা কি সোনা পরেন না?নেটিজেনদের মনে এমনই প্রশ্ন উঁকিঝুঁকি মারছে।

বিয়েতে একটা সোনার হার (Gold necklace) কিনতে গেলেই আমাদের মাথার ঘাম পায়ে পরে যায়।সেই সোনাকেই হেলাফেলার চোখে দেখেন নীতা? সোশ্যাল মিডিয়ায় এমনই গুঞ্জন। সোনা নীতা আম্বানির নাকি পছন্দই নয়।আপনি কখনই সোনার নেকলেস পরতে দেখবেন না তাকে।বেশিরভাগ সময়ে হিরেই পরেন তিনি।তার এক একটি জিনিসের মূল্য কোটি কোটি টাকা ।কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও তিনি কখনও সোনার গয়না পরেন না। গলায় কানে ও হাতে সবসময় সোনা বাদে বাকি সমস্ত দামি গয়না দেখা যায়। কিন্তু সোনা ঠিক কোন কারণে মুকেশ-পত্নীর (Mukesh Ambani) পছন্দ নয় তা অবশ্য জানা যায়নি।

এই ধনকুবেরদের দেখুন একেকদিন একেটা গয়না কেনা কোনও ব্যাপারই না।শোনা গিয়েছিল নীতা আম্বানি নাকি
এক গয়না (Jwellery) দুবার পরেনও না।তাহলে ভাবুন তো তার কালেশনে ঠিক কতগুলো গয়না রয়েছে!নীতা আম্বানির পছন্দমতো বিশেষ গয়না তৈরি হয় তার জন্য।যা আমার আপনার ঘরে থাকবে না তা তো জানা কথা।
ঈর্ষা হচ্ছে তো? মেয়েরা গয়না পরতে কমবেশি সকলেই ভালোবাসেন। আর যার এরকম গয়নার কালেকশন
তার গয়না দেখে হিংসা হওয়ারই কথা। নেটদুনিয়ায় ফিসফিসানি এমনটাই।

এখনও একটা বড় অনুষ্ঠান বাকি রয়েছে আম্বানি পরিবারে । তা হল অনন্ত আম্বানির বিয়ে। সেইদিন নীতা আম্বানিকে কোন রূপে দেখা যায়, অধূীর আগ্রহে বসে নেটিজেনরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version