।। প্রথম কলকাতা ।।
WBC 2023: ২৬ মার্চ, রবিবার মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় স্বর্ণপদক (Gold medal) জিতলেন নিখাত জারিন (Nikhat Zareen)। নয়াদিল্লির কেডি যাদব ইনডোর হলে ৫০ কেজি বিভাগের ফাইনালে ২৬ বছর বয়সী ভারতীয় বক্সার ভিয়েতনামের থি থাম নগুয়েনকে পরাজিত করেন। সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা রক্ষা করেন। গতবছর ইস্তাম্বুলে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তেলেঙ্গানার এই বক্সার। গত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন নিখাত।
দুইবারের এশিয়ান স্বর্ণপদক বিজয়ী থি থাম নুগুয়েন ভিয়েতনামের প্রথম মহিলা বক্সার হয়ে বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে নতুন দিল্লিতে ইতিহাস তৈরি করেছিলেন। অন্যদিকে IBA মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতে দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে মেরি কমের নজির ছুঁয়েছেন নিখাত। ২০১৮ সালে নতুন দিল্লিতে শেষবার সোনা জিতে, ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছেন মেরি কম। এছাড়াও ২০১৮ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক ছিল। শনিবার, নিতু ঘাংঘাস (৪৮ কেজি) এবং সুইটি বোরা (৮১ কেজি) তাদের নিজ নিজ ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। পদক তালিকায় চীনকে পিছনে ফেলে শীর্ষে ভারত।
Consecutive World Championships 🥇 medal for Nikhat Zareen 🇮🇳 😍🔥
Nikhat wins the bout 5️⃣-0️⃣ 🔥💪@AjaySingh_SG l @debojo_m#itshertime #WorldChampionships #WWCHDelhi @Media_SAI @anandmahindra @IBA_Boxing @Mahindra_Auto @saweetyboora @MahindraRise @NehaAnandBrahma pic.twitter.com/IIi22RFjTZ
— Boxing Federation (@BFI_official) March 26, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম