Niagara Falls: তুষার ঝড়ে জমাট বেঁধেছে নায়াগ্রা জলপ্রপাত, যেন হলিউডের ফ্রোজেনের দৃশ্য

।। প্রথম কলকাতা ।।

Niagara Falls: এ যেন প্রকৃতির এক অন্যরূপ, যা সচরাচর চোখে পড়ে না। দূর থেকে মনে হবে, জমাট বেঁধে রয়েছে শ্বেত শুভ্র বরফ। এই ভয়ঙ্কর সুন্দর ছবি দেখে অবাক গোটা বিশ্ব। বেশ কয়েকদিন তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে তুষার পাতে সাদা চাদরে মুড়ে গিয়েছে জাপানের বিস্তীর্ণ এলাকা। ভয়ানক তুষার ঝড়ে জমে গিয়েছে, নায়াগ্রা জলপ্রপাত কিছুটা অংশ। যে নায়াগ্রা জলপ্রপাত বিপুল জলরাশি নিয়ে আছড়ে পড়ে, সেই গতি আর নেই। জল নয়, নীচে আছড়ে পড়ছে বিপুল বরফ নিয়ে।

১৯৬৪ সালের আগে নায়াগ্রার জলে সেভাবে গতি ছিল না। কারণ জলের উৎস যে নদী সেখানেই জল জমে বরফ হয়ে যেত। তাই জলের গতি সচল রাখতে লাগানো হয় স্টিল আইস বুম। তারপর থেকে এই আর সমস্যা হয়নি, তবে ২০২২ এ বোম সাইক্লোনে জমে গিয়েছে নায়গ্রা জলপ্রপাত। জলপ্রপাতের উপরিভাগে জমে গিয়েছে বরফ। ইতিমধ্যেই সেই সৌন্দর্য দেখতে দলে দলে পর্যটক হাজির হচ্ছেন নায়াগ্রার কাছে। তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের প্রায় ৪৮ ডিগ্রির নীচে। একদিকে হাড় কাঁপুনি শীত, অপরদিকে ধবধবে সাদা বরফ। নতুন রূপে এই জায়গাটিকে দেখে ভ্রমণ পিপাসুরা রীতিমত বিস্মিত। অনেকেই সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। দেখলে মনে হবে যেন এটি হলিউডের ফ্রোজেনের (Frozen) দৃশ্য।

নায়াগ্রা ফলস নিউইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাত স্বাভাবিক অবস্থায় প্রতি সেকেন্ডে প্রায় ৩,১৬০ টন জল বহন করে। বরফ জমার কারণে সেই গতি কিছুটা কমেছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, নায়াগ্রা জলপ্রপাত কখনোই পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়, কারণ এখানে রয়েছে বিশাল জলরাশি। বরফের আস্তরণের নিচেই বইছে জলের স্রোত। টানা ৫ থেকে ৬ দিন তুষার ঝড়ে এই বিপর্যস্ত আমেরিকার বহু এলাকা। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্কের (New York) বাফেলো (Buffalo)।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version