FIFA World Cup 2022: কেরালার আবেগী ব্রাজিল ভক্তদের ধন্যবাদ জানালেন নেইমার

।। প্রথম কলকাতা ।।

 

ভারতের কেরালার কোঝিকোড জেলার পুল্লভুর নদীর তীরে নেইমারের বিশাল কাট-আউট তৈরি করে নেইমার ভক্তরা। ফুটবল-পাগল দক্ষিণী রাজ্য কেরালার ভক্তদের ধন্যবাদ জানালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কাতারে ফিফা বিশ্বকাপ ২০২-এ ব্রাজিলিয়ান ভক্তদের দ্বার তৈরি কাট-আউটগুলি সারা বিশ্বের ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

 

নেইমার ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, “পৃথিবীর সব শিল্প থেকে স্নেহ আসে! আপনাদের অনেক ধন্যবাদ, কেরালা, ভারত।” ব্রাজিল এবং পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পরে, নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাটআউটগুলি সরিয়ে নেওয়া হয়।

 

এর আগে, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুল্লভুর নদীর তীরবর্তী কাটআউটগুলির একটি ছবি টুইট করে জানিয়েছিল, “#FIFAWorldCup জ্বর কেরালায় আঘাত করেছে। কেরালা এবং কেরলবাসীরা সবসময়ই ফুটবলকে ভালোবাসে এবং এটি #Qatar2022-এর সাথে পূর্ণ প্রদর্শন করা হয়।” টুইট করে প্রতিক্রিয়া দেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি লেখেন, “খেলার প্রতি আমাদের অতুলনীয় আবেগকে স্বীকার করার জন্য @FIFA কে ধন্যবাদ।”

 

টাইব্রেকারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হৃদয়বিদারক হারের পর তিনি আবার ব্রাজিলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন বলে জানান নেইমার। তিনি বলেন, “এটা বলতে গেলে আমি নিজেই তাড়াহুড়ো করব, কিন্তু আমিও কিছুর নিশ্চয়তা দিচ্ছি না। দেখা যাক সামনে কী হয়। আমি এই সময়টা নিয়ে ভাবতে চাই, ভাবতে চাই নিজের জন্য কী চাই। আমি করব। ব্রাজিলের সাথে খেলার দরজা বন্ধ করব না, আমি একশো শতাংশ বলব না যে আমি ফিরে আসব।”

Exit mobile version