Vikram Gokhle: প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুর খবর গুজব, জানালেন পরিবার

।। প্রথম কলকাতা ।।

Vikram Gokhle: বুধবার গভীর রাতে আচমকাই প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি সেলেবরাও এই মর্মে অভিনেতাকে স্মরণ করে পোস্ট করেন। তবে পরবর্তীতে অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবর অস্বীকার করেছেন। ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে পুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম গোখলে।

৮২ বছর বয়সী অভিনেতাকে কয়েকদিন আগেই দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী অভিনেতার মেয়ে জানিয়েছেন, ‘তিনি এখনও ক্রিটিক্যাল এবং লাইফ সাপোর্টে রয়েছেন। মারা যাননি, তাঁর জন্য প্রার্থনা করুন’। অন্যদিকে গোখলের পারিবারিক বন্ধু আনন্দ দাভে বলেছেন, ‘এখনও পর্যন্ত তাঁকে কিছু বিশেষ ওষুধ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টার দিকে তাঁকে পুনেতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। তাঁর দুই মেয়ে বাবার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন’।

এদিকে বাকিদের মতো অভিনেতার মৃত্যুর খবর বিশ্বাস করে অজয় দেবগন ট্যুইট করেন, ‘বিক্রম গোখলে স্যার যে চরিত্রেই অভিনয় করেছেন, তাতে এক আলাদা মাত্রা এনেছেন। তিনি সবসময় লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতেন। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। তাঁর মৃত্যু খুবই দুঃখজনক। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। RIP Vikram Sir। তাঁর পরিবারের প্রতি সমবেদনা, ওম শান্তি’। ‘ভুলভুলাইয়া’, ‘হাম দিল দে চুকে সানাম’-এর মত ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ইদানিংকালে অভিনেতারা মারা যাওয়ার আগেই, তাঁদের মৃত্যুর খবর রটে যাচ্ছে চারিদিকে। সম্প্রতি টলিউডের লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর দু’দিন আগেই ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি এর আগে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরও, তাঁর মারা যাওয়ার আগে একইভাবে ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

পুণেতে স্ত্রীর সঙ্গে থাকেন বিক্রম গোখলে। সেখানে একটি অভিনয় অ্যাকাডেমী রয়েছে অভিনেতার। তাঁর পরিবারের অনেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ঠাকুমা ছিলেন একজন অভিনেত্রী, বাবা চন্দ্রকান্ত গোখলে মারাঠি ছবি ও থিয়েটারের একজন অভিনেতা ছিলেন। অভিনেতার প্রথম ছবি অমিতাভ বচ্চন-এর সঙ্গে ‘পরওয়ানা’। এছাড়া ‘মিশন মঙ্গল’, ‘হিচকি’, ‘দিল সে’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রতিভা নজরে এসেছে দর্শকদের। ‘ই টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেতার প্রাথমিক দিনগুলিতে তাঁকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন অমিতাভ।

ইন্ডাস্ট্রিতে তিনি যখন পা রাখেন তখন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। বিশাল আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন। মুম্বইতে সেই সময় থাকার জায়গা খুঁজছিলেন বিক্রম গোখলে। বিষয়টি জানতে পেরে অমিতাভ বচ্চন ব্যক্তিগতভাবে মনোহর জোশীকে চিঠি লিখেন, যিনি সেই সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর সরকারের কাছ থেকে বাড়ি পেয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর গত ৫৫ বছরের বন্ধুত্ব। ২০২১-এ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গোখলে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version