ENG vs NZ: টেস্টে টেলরকে ছাপিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক কেন উইলিয়ামসন, প্রতিক্রিয়া দিলেন রস টেলর

।। প্রথম কলকাতা ।।

 

সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচে রস টেলরকে ছাড়িয়ে টেস্টে ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কেন উইলিয়ামসন। রস টেলরকে (৭৬৮৩) ছাড়িয়ে যেতে মাত্র তিন রান দরকার ছিল কিউয়ি ব্যাটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসন একটি বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

 

ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে উইলিয়ামসনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করেছেন প্রাক্তন নিউজিল্যান্ড ব্যাটার রস টেলর। এদিন টেলর টুইট করেন, “নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হওয়ার জন্য কেইনকে অভিনন্দন। এই কৃতিত্ব টেস্ট ক্রিকেটে আপনার কঠোর পরিশ্রম এবং উত্সর্গের প্রমাণ, যার মধ্যে আমি বেশ কয়েক বছর ধরে ছিলাম। এখানে আরও অনেক কিছু আছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮২ বলে ১৩২ রান করেন কেন উইলিয়ামসন। তার ইনিংসে সাজানো ছিল ১২টি চারে। ৯২ ম্যাচে ৫৩.৩৩ গড়ে ৭,৭৮৭ করে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার তিনি। অন্যদিকে রস টেলর ১১২ ম্যাচে ৪৪.৬৬ গড়ে ৭৬৮৩ রান করেছেন। পঞ্চম দিনে জয়ের জন্য ৭৯ ওভারে ২১০ রান দরকার ইংল্যান্ডের।

Exit mobile version