ICC Rankings: রায়পুর ওডিআই ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের পতন, ভারতের নজর শীর্ষস্থান

।। প্রথম কলকাতা ।।

 

শনিবার, ২১ জানুয়ারি রায়পুরে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারাল নিউজিল্যান্ড। কিউইদের টপকে শীর্ষস্থানে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে জিতলে রোহিত শর্মার ভারতের সামনে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

 

ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারত প্রত্যেকের (১১৩) রেটিং পয়েন্টে সমান। এই ম্যাচের আগে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, অস্ট্রেলিয়া ১১২ রেটিং নিয়ে তৃতীয় এবং ভারত ১১১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল। ভারতের কাছে আট উইকেটে হারার পর নিউজিল্যান্ড ১১৩ রেটিং পয়েন্ট এবং মোট ৩১৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ও ভারত যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে। ১১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। এবং ১০৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তান।

 

ভারতের কাছে তিনটি ফরম্যাটেই এক নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে কারণ তারা টি-টোয়েন্টিতে নম্বর ১ এবং টেস্টে ২ নম্বর স্থানে রয়েছে। ১২৬ পয়েন্ট নিয়ে টেস্টে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া ভারতের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে। ভারতে ৯ ফেব্রুয়ারি থেকে বহুল প্রত্যাশিত ৪ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Exit mobile version