Debesh Chattopadhyay- Ramprasad: ‘রামপ্রসাদে’ নতুন মোড়, এন্ট্রি হল তন্ত্রসাধকের, জেনেনিন কোন গল্প বলা হবে সিরিয়ালে

।। প্রথম কলকাতা ।।

Debesh Chattopadhyay- Ramprasad: ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে এবার নতুন মোড়। এন্ট্রি হল সপ্তদশ শতাব্দীর জনৈক তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের। পৌরাণিক এই চরিত্রে দেখা যাচ্ছে নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়কে। এই চরিত্রে অভিনয় করতে এসে কি বলছেন দেবেশ? শুরুর পর থেকেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছে ‘রামপ্রসাদ’। টিআরপি তালিকায় বিশেষ প্রভাব না ফেলতে পারলেও, বেশ আলোচিত এই মেগা৷ ভক্তিমূলক এই ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য। গল্পের মোড় ঘুরিয়ে আকর্ষণ বাড়াতে উদ্যোগী নির্মাতারা। সে কারণেই সামনে আসছে তন্ত্রসাধকের গল্প। কে এই কৃষ্ণানন্দ আগমবাগীশ?

এই বাংলার বুকে কালী পুজোর সূচনা হয় কৃষ্ণানন্দ আগামবাগীশের হাত ধরে৷ সেটিই ছিল প্রাচীনতম দক্ষিণা কালীর পুজো৷ পরবর্তীকালে তাঁরই দেখানো পথে বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়ে কালী পুজো৷ কৃষ্ণানন্দ আগামবাগীশের জন্ম নদিয়ার নবদ্বীপে। তাঁর আসল পদবি অবশ্য ভট্টাচার্য। তবে তন্ত্র সাধনার আগম পদ্ধতিতে সিদ্ধিলাভ করে তিনি আগমবাগীশ উপাধি পান। অনেকে বলেন আগমবাগীশের নাকি অনেক অলৌকিক ক্ষমতা ছিল। সাধক রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু ছিলেন আগামবাগীশ। আগামবাগীশ যে দেবীর পুজোর প্রচলন করেন তিনি আগমেশ্বরী মাতা নামে পরিচিত। নদিয়ার নবদ্বীপে আজও তাঁর পুজো হয়৷ রামপ্রসাদের জীবনে একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ কৃষ্ণানন্দ আগমবাগীশ।

পর্দায় সেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেতা- পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়কে৷ দেবেশ জানালেন, কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে অভিনয় করতে পেরে খুবই আনন্দ হচ্ছে৷ কয়েকদিন আগেই একটি লেখালেখির মধ্যে আমি ছিলাম৷ সেখান থেকে জানতে পারি, কালী প্রতিমা প্রথম কল্পনা করে রূপ দিয়েছিলেন তিনি। এটা একটা ঐতিহাসিক চরিত্র৷ সেরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে অসম্ভব ভাল লাগছে। ইউনিটের প্রত্যেকে খুব ভাল,সকলেই গুণী অভিনেতা। এদের সঙ্গে কাজ করার একটা আলাদা গুরুত্ব রয়েছে। ফ্লোরে প্রথমদিন থেকেই এনজয় করেছি।”

দেবেশ আরও বলেন, “দু’বছর পরে আমি আবার মেগাতে অভিনয় করলাম এবং সেটাও রামপ্রসাদের মাধ্যমে। আমি বিশ্বাস করি যে, আমার এই চরিত্রটি মানুষের ভাল লাগবে৷ বামাক্ষ্যাপার চরিত্রে সকলের মন জয় করার পর, সাধক রামপ্রসাদ রূপে ছোট পর্দায় ফিরেছেন সব্যসাচী চৌধুরী। রামপ্রসাদের স্ত্রী সর্বাণী চরিত্রে অভিনয় করছেন সুস্মিলি আচার্য। এছাড়া মা কালী রূপে রয়েছেন পায়েল দে৷ সুরিন্দর ফিল্মসের ব্যানারে গত এপ্রিল থেকে শুরু হয়েছে এই মেগা৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version