Golden Globe: RRR-এর মুকুটে নয়া পালক, গোল্ডেন গ্লোবসের মঞ্চ নেচে উঠল ‘নাটু নাটু’ তে‌

।। প্রথম কলকাতা ।।

Golden Globe: রাজামৌলি পরিচালিত RRR-এর মুকুটে জুড়ল নয়া পালক। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে এই ছবি। গোল্ডেন গ্লোবসের মঞ্চ নেচে উঠল ‘নাটু নাটু’তে‌। সেরা অরিজিনাল গানের খেতাব জিতে নিয়েছে ‘নাটু নাটু’। গানটির কম্পোজিশন করেছেন এমএম কীরাবাণী। গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগঞ্জ এবং কাল ভৈরব। এদিন অনুষ্ঠানে RRR টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক এসএস রাজামৌলি (S. S. Rajamouli) সহ জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.) এবং রাম চরণ (Ram Charan) ও এমএম কীরাবাণী।

গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য দুটি বিভাগে মনোনীত হয়েছিল আরআরআর। যার মধ্যে থেকে একটিতে বাজিমাত করেছে ছবি। গত বছরের মার্চে বক্স অফিসে মুক্তি পায় এই ছবি। আর অল্প সময়ের মধ্যেই ব্যবসা করে ১ হাজার ২০০ কোটিরও বেশি। ছবির প্রশংসা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও। গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা অরিজিনাল গানের পুরস্কার হিসেবে যখন ‘নাটু নাটু’র (Natu Natu) নাম ঘোষণা করা হয়, তখন সকলে প্রায় লাফিয়ে ওঠেন। সকলের মুখে চওড়া হাসি নজরে এসেছে। ভাইরাল হয়েছে সেই উল্লাসের ভিডিও। এই পুরস্কারের হাত ধরে রাজামৌলির ছবির ঝুলিতে এলো আরেকটি সম্মান। এর জন্য গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন এ আর রহমান (A R Rahman)। এর আগে এ আর রহমানের হাত ধরে গোল্ডেন গ্লোবস পুরস্কার এসেছে দেশে।

এবারে সেই অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছে ‘নাটু নাটু’। ইতিহাস গড়েছে এই গান। বড় বড় অ্যালবামের গানকে পিছনে ফেলে সেরার সেরা খেতাব গিয়েছে রাজামৌলি পরিচালিত ছবির এই গানের কাছে। ক্যাটাগরিতে ছিল লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’, মাভেরিকের ‘লিফট মি আপ’-এর মতো গান। তবে জেতা হল না ‘সেরা ছবি নন ইংলিশ’ বিভাগে। রাজামৌলির ছবিকে হারিয়ে পুরস্কার জিতেছে সান্তিয়াগো মিত্রের ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেরা গানের সম্মান রাজামৌলির ছবি পেলেও হাত থেকে ফসকে গিয়েছে ‘সেরা ছবির’ সম্মান। এদিকে অনেকের ধারণা ‘আর্জেন্টিনা, ১৯৮৫’-এর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতা মানে, অস্কারের সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে এগিয়ে থাকা। সেক্ষেত্রে ‘ছেল্লো শো’র জন্য এটা খারাপ খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version