বাংলাদেশ ক্রিকেটে নতুন বিতর্ক! মাহমদুল্লাহ-র অবসরের ইঙ্গিত নিয়ে জল্পনা

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপে একের পর এক ম্যাচে হার, কোণঠাসা বাংলাদেশ। আর এর মধ্যেই মাহমদুল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেন তাঁকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হচ্ছে না এই প্রশ্ন করা হলে, বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মাহমদুল্লাহ। সোজাসাপটা উত্তর দেন, তাঁর অনেক কিছু বলার আছে এবং সেটা তিনি সঠিক সময়ে বলবেন। বিতর্কের মাঝেই এবার অবসরের ইঙ্গিত দিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। তবে কী নতুন অশান্তির আঁচ? যদিও তা বলবে সময়।

আইসিসি ইভেন্ট মানেই যেন মাহমদুল্লাহ রিয়াদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩ বিশ্বকাপ। বয়স বাড়লেও বৈশ্বিক মঞ্চে মাহমদুল্লাহ-র ব্যাটে ধার কমেনি একটুও। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও পেয়েছিলেন সেঞ্চুরি। বড় ব্যবধানে হারতে থাকা বাংলাদেশ সেদিন মান বাঁচিয়েছিল মাহমদুল্লাহ-র ব্যাটে ভর করেই। মাহমদুল্লাহ তাঁর ক্যারিয়ারে ৪টি শতরান করেছেন, যার সবকটিই করেছেন আইসিসির ইভেন্টে। এমনিতেই প্রচারের আলোয় সেইভাবে থাকতে ভালোবাসেন না বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

চলতি বছরের মার্চ মাসে ইংল্যান্ড সিরিজ়ের পর জাতীয় দল থেকে এক রকম ছেঁটে ফেলা হয়েছিল মাহমদুল্লাহকে। তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপের পরিকল্পনা করছিলেন বাংলাদেশের কোচ। মাহমদুল্লাহকে দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও তার সদুত্তর দিতে পারেননি। অবশেষে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাক পান মাহমদুল্লাহ। বিশ্বকাপ তাঁর দলে থাকা না থাকা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। অবশেষে মাহমদুল্লাহকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ এখনও পর্যন্ত নিজেদের সেরা ক্রিকেট খেলতে না পারলেও মাহমদুল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। চলতি বিশ্বকাপে তিনিই বাংলাদেশের সব থেকে ধারাবাহিক এবং সফল ব্যাটার। শনিবারের আগে পর্যন্ত চারটি ম্যাচে ১৯৮ রান করেছেন মাহমদুল্লাহ। ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বিশ্বকাপটা খেলার জন্য অনেক পরিশ্রম করেছিলাম। সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাব। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি দেশের জন্য।

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে এবার ব্যাট, গ্লাভস তুলে রাখার ভাবনা মাহমদুল্লাহ-র। এদিন তিনি বলেন, সত্যি বলতে, নিজের শেষ বিশ্বকাপ খেলছি। বাংলাদেশের হয়ে কত দিন খেলব, সেটা নির্ভর করবে কতটা ফিট থাকতে পারব এবং কেমন পারফরম্যান্স করতে পারব তার উপর। হয়তো কয়েক দিন পরে বা খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলছেন মাহমদুল্লাহ। ৪টি সেঞ্চুরি ও ২৭ হাফ-সেঞ্চুরিতে রান করেছেন ৫,২১৮। এছাড়াও ৫০টি টেস্টে ২,৯১৪ ও ১২৫ টি-টোয়েন্টি ম্যাচে ২,১২২ রান করেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version