FIFA World Cup 2022: শেষ ষোলোয় নেদারল্যান্ডস ও সেনেগাল

।। প্রথম কলকাতা ।।

আল বাইত স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে কাতারকে হারিয়ে নক আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস। বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন কোডি গাকপো। ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে আয়োজক দেশ কাতারের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই। এদিন জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট আদায় করে নিল ডাচরা। নেদারল্যান্ডসের হয়ে গোল দুটি করেন গাকপো ও ডি ইয়ং।

 

অন্যদিকে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডরকে বাড়ি পাঠিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল সেনেগাল। এদিন ২-১ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হলো সেনেগাল। এদিন প্রথমার্ধে সেনেগালকে এগিয়ে দেন ইসমাইলা সার। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোইসেস কাইসেদু সমতা ফেরায়। এরপর ব্যবধান জয়সূচক গোলটি করেন সেনেগাল অধিনায়ক কালিদু কলিবালি। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় আফ্রিকান দলটি।

Exit mobile version