World Boxing Championships: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ পদক নিশ্চিত করলেন নিতু ঘাংঘাস

।। প্রথম কলকাতা ।।

World Boxing Championships: ২২ মার্চ নয়াদিল্লিতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কেডি যাদব ইনডোর হলে ৪৮ কেজি বিভাগে পদক পদক নিশ্চিত করলেন নিতু ঘাংহাস (Nitu Ghanghas)। ২০২২ সালে তার প্রথম উপস্থিতিতে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জিতে শিরোনামে আসেন ভারতীয় বক্সার। এদিন কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নেয় নিতু।

২২ বছর বয়সী বক্সার জাপানের মাদোকা ওয়াদার বিরুদ্ধে এতটাই প্রভাবশালী ছিলেন যে রেফারিকে দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতা বন্ধ করতে হয়েছিল। শেষ চারে পৌঁছনোয় অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন নিতু ঘাংহাস। উল্লেখযোগ্যভাবে, এটি হলো বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিতু ঘাংহাসের প্রথম পদক। নিতু নয়াদিল্লিতে সর্বোচ্চ স্তরে তার আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে নকআউট করে তার সবকটি বাউট জিতেছেন। গত বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারতের খাতা খুলেছিলেন নিতু। হরিয়ানার তরুণ বক্সার পেশাদার স্তরে তার সাফল্যের জন্য তার বাবাকে কৃতিত্ব দিয়েছেন।

এদিকে বুধবার মনীষা মাউন ৫৭ কেজি বিভাগে নয়াদিল্লিতে কোয়ার্টার ফাইনালে হেরে পদক থেকে বঞ্চিত হন। শেষ-আট রাউন্ডে তিনি আমিনা জাদানির কাছে ৪-১ গোলে হেরে যান। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নে নিখাত জারিন (৫০ কেজি), সাক্ষী চৌধুরী (৫২ কেজি), জ্যাসমিন ল্যাম্বোরিয়া (৬০ কেজি), লভলিনা বোরগোহাইন (৭৫ কেজি), সাউইটি বুরা (৮১ কেজি) এবং নুপুর শিওরান (+৮১ কেজি) সহ ছয় ভারতীয় বক্সার এখনও লড়াইয়ে রয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version