।। প্রথম কলকাতা ।।
Neel Bhattacharya Trina Saha: তিলোত্তমার অলিতে গলিতে রয়েছে কত গল্প। কত হাসি দুঃখ মাখা স্মৃতি। প্রত্যেক ইটের পাঁজরে রয়েছে একটা একটা কাহিনী। আজ ঝকঝকে রাস্তা আর স্ট্রিট লাইটের আলোয় তিলোত্তমা রাজকীয় বেশে সাজলেও, পুরনো ঐতিহ্য বিন্দুমাত্র বদলায়নি। এখানেই আছে একে অপরের প্রতি ভরসার জায়গা। অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার কাহিনী। এবার সেই গল্পই বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’। যেখানে দেখতে পাবেন, কলকাতাবাসীর গোপন মনের ইচ্ছা আর নিঃস্বার্থ এক ভালোবাসার মন ছোঁয়া কাহিনী।
এই সিনেমায় আরেকটা বড়সড় টুরিস্ট রয়েছে। বেশ কয়েকদিন ধরে টেলি দুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, নীল তৃণার সংসারে নাকি ভাঙনের সুর। সেই গুঞ্জন এক্কেবারে মিথ্যে করে দিয়ে, দুজনে ছোট পর্দা থেকে এবার একসাথে ফিরছেন বড় পর্দায়। এই প্রথম দুজনে একসাথে বড় পর্দায় কাজ করবেন। অধীর আগ্রহে এই জুটিকে দেখতে অপেক্ষা করছেন দর্শকরা। এমনিতেই রিয়েল লাইফে এই মিষ্টি জুটি মানুষের ভীষণ প্রিয়। তার উপর যদি এই দুই প্রিয় অভিনেতা অভিনেত্রীকে একসাথে বড় পর্দায় দেখা যায়, তাহলে তো কথাই নেই।
খুব শীঘ্রই ‘তিলোত্তমা’য় একসঙ্গে দেখতে পাবেন নীল, তৃণা, ঋতব্রত এবং রাইকে। প্রধান চরিত্রে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তার চরিত্র এই সিনেমায় এক্কেবারে ভিন্ন ধরনের। তিনি একটা অনাথ আশ্রমের পরিচালনা করেন। অনাথ শিশুদের খুশির কারণ তিনি। তাদের মাথার ছাদ কিভাবে টিকে থাকবে, শিশুরা কিভাবে সঠিক শিক্ষায় বড় হবে সেই দিকটা দেখাশোনা করেন। সিঙ্গেল মাদারের চরিত্রে দেখতে পাবেন তৃণা সাহাকে। মিউজিশিয়ানের চরিত্রে থাকবেন নীল ভট্টাচার্যকে। নীল তৃণা রিয়েল লাইফ কাপল হলেও, বড় পর্দায় কিন্তু এখনই একসাথে জুটি বাঁধছেন না। দুজনকে একসাথে দেখা যাবে ঠিকই, কিন্তু জুটিতে নয়। প্রেমের কাহিনী দেখা যাবে ঋতব্রত আর রাইয়ের চরিত্রে। যেখানে রাই একজন কস্টিউম স্টাইলিস্ট এবং ঋতব্রত অ্যাকাউন্ট্যান্ট। এছাড়াও ছবিতে দেখতে পাবেন পূজা সরকার, রজত গাঙ্গুলী, পুষণ দাশগুপ্ত সহ অনেককে।
ছবিটির প্রত্যেকটা চরিত্র একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। কেউ বা মায়ার বন্ধনে, কেউ,বা দায়িত্ববোধে, আবার কেউ বা প্রেমের সম্পর্কে। প্রত্যেকের জীবনেরই রয়েছে ভাঙা গড়ার খেলা। চরিত্রগুলো জীবনের সব কাঠিন্য পেরিয়ে কিভাবে আলোর নতুন দিশা পাবে, সেই গল্পই বলবে ‘তিলোত্তমা’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম