Jeetu-Nabanita: নবনীতাকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ৪! কর্তব্যরত ASI-এর বিরুদ্ধে শুরু তদন্ত

।। প্রথম কলকাতা ।।

Jeetu-Nabanita: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নবনীতা সেন। তবে কোনও ছবি পোস্ট করে সেই ঝড় তোলেননি তিনি। গতকাল দুপুরে সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে জিতু কামাল ও নবনীতা সেনের গাড়ি। সেই সংক্রান্ত জিডি নিমতা থানায় করাতে গেলে হেনস্তার মুখোমুখি হন এই তারকা দম্পতি। ফেসবুক লাইভে এসে সেই ঘটনাই সকলের সঙ্গে শেয়ার করেন টলিপাড়ার জনপ্রিয় এই তারকা জুটি। এরপর এই ঘটনায় গতকাল রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়ির চালক শিবাশিস দাসকে। গতকাল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন জিতু-নবনীতা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে তাঁদের লাইভ ভিডিও।

এরপর শুক্রবার গ্রেফতার করা হয়েছে, ওই চালকের আরও তিনজন সঙ্গীকে। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একজনের নাম আদিত্য প্রামাণিক। এমনকি যে পুলিশকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেতা স্ত্রী, তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার সুবীর রায়। মোট ৪ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে গোটা ঘটনায়।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে সুবীর রায় জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগপত্র জমা পড়ার পরই তদন্ত শুরু হয়েছে। নিমতা থানার ওসি তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছেন। যেই কর্তব্যরত এএসআই পরশুরাম বরদলুইয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন, তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত খুব শীঘ্রই শুরু করা হবে। এরপর ‘আনন্দবাজার অনলাইন’ তারকা দম্পতির সঙ্গে যোগাযোগ করে। অভিনেতা জানান, বৃহস্পতিবারের ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন নবনীতা। পুলিশ পদক্ষেপ নেওয়ায় তিনি খুশি হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফেসবুক লাইভে আসেন নবনীতা। তবে অনুরাগীদের সঙ্গে হাসি-মজা করতে সেই লাইভ ভিডিও করেননি তিনি। এদিন লাইভে এসে অভিনেত্রী আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। মূলত গতকাল অভিনেতার গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। মাঝেরহাটি ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটেছে। পণ্যবাহী গাড়ির চালককে দাঁড় করানো হলে তিনি পাল্টা অভিযোগ আনেন অভিনেতার গাড়ির চালকের বিরুদ্ধে। বলেন, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে অভিনেতার গাড়ির চালক। এর পরই অভিযোগ দায়ের করতে নিমতা থানায় যান জিতু-নবনীতা। কিন্তু প্রথমে তাঁদের অভিযোগ নেওয়া হচ্ছিল না বলে জানান এই তারকা জুটি। এমনকি অভিনেত্রী বলেন, তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা হয়েছে পুলিশের সামনে। প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর এর পরই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এখন জানা গিয়েছে, গতকালের ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪ জন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version