Border-Gavaskar Trophy: প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ভারতের বিরুদ্ধে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন নাথান লিয়ন

।। প্রথম কলকাতা ।।

 

প্রথম অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০০ উইকেট নেন নাথান লিয়ন। অজি অফ-স্পিনার ভারতীয় ইনিংসের প্রথম ২৫ ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আইয়ারকে আউট করেন। ৫০ ওভারে তিনি শ্রীকার ভরতের উইকেট নেন। যার ফলে দিল্লি টেস্টের দ্বিতীয় টপ অর্ডার ব্যাটারদের উইকেট চাপে পড়ে যায় ভারতীয় শিবির।

 

নাথান লিয়ন প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০০ উইকেট দখল করে নেন এবং সামগ্রিকভাবে অনিল কুম্বলে এবং রবি অশ্বিনের পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন। দিল্লির কোটলায় পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন। অজিদের বিরুদ্ধে কিছুটা লড়াই করেন বিরাট কোহলি। তবে তিনিও অভিষেককারী ম্যাথু কুহেনম্যানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। তবে দাঁতে দাঁত চেপে ক্রিজে লড়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ৭ উইকেট হারিয়ে ২৩১। অস্ট্রেলিয়ার থেকে ৩২ রানে পিছিয়ে রয়েছে।

Exit mobile version