FIFA World Cup 2022: নেইমারকে সুস্থ করতে ব্যবহার করা হচ্ছে নাসার উন্নত প্রযুক্তি, জানেন কী এই প্রযুক্তি ?

।। প্রথম কলকাতা ।।

 

চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপের অভিযানটাও অবশ্য খারাপ করেনি ব্রাজিল। বিশ্বকাপের অভিযানে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পরেও স্বস্তিতে নেই ব্রাজিল। গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে সেলকাওদের প্রাণভোমরা নেইমার। শুধু নেইমার নন চোটগ্রস্ত দানিলো, লুকাস পাকুয়েতাও। যা নিয়ে চিন্তায় তিতের শিবির। সার্বিয়া ম্যাচে কড়া ট্যাকলে গোড়ালিতে চোট পান নেইমার। গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি ম্যাচে খেলতে পারবেন না পিএসজি তারকা।

 

তবে শেষ ষোলোর ম্যাচে নেইমারকে ফিরে পেতে মরিয়া ব্রাজিল। আর তার জন্য নেইমারকে সুস্থ করতে ব্রাজিল শিবিরে চলছে তৎপরতা। নেইমারকে চোট থেকে সরিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে  উন্নত প্রযুক্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে সরিয়ে তুলতে আন্তর্জাতিক স্পেস রিসার্চ সেন্টার তথা ‘নাসার’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নাসার এই উন্নত প্রযুক্তি সম্পর্কে জানেন! জানেন এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পায়ের চোট সরিয়ে তোলা হয়? চলুন জেনে নেওয়া যাক

 

নাসার এই প্রযুক্তির নাম ‘কমপ্রেশন বুট’। এটি একটি পায়ে পরার বুট। আর পাঁচটা সাধারণ বুটের থেকে একেবারে আলাদা নাসার এই বুট। এই বুট পায়ের চোট দ্রুত সরিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়। হাঁটুর নীচে থেকে পা পর্যন্ত কভার করা থাকে এই কমপ্রেশন বুট। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসাজ প্রক্রিয়া। পায়ের রক্ত সঞ্চালন সক্রিয় করা, মাংসপেশির ফোলা ও ব্যথা কমানোর পাশাপাশি পেশির ক্লান্তি কমায়, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর ব্যাধি দূর করে। শুধু তাই নয় হাড়ের সমস্যাও সারিয়ে তোলে নাসার এই উন্নত বুট।

 

মার্কার প্রতিবেদন থেকে জানা যায়, নাসার এই প্রযুক্তি ব্যবহার করে নেইমারের পায়ের উন্নতি হয়েছে অনেকটাই। কোন সাপোর্ট ছাড়াই পা ফেলে হেঁটেছেন ব্রাজিল ফরোয়ার্ড। জানা যায়, দুই ঘন্টা অন্তর থেরাপি চলছে নেইমারের। বাকি সময় পড়িয়ে রাখা হচ্ছে নাসার উন্নত প্রযুক্তির কমপ্রেশন বুট। তবে ফুটবলে নাসার এই প্রযুক্তি আগেও ব্যবহার করা হয়েছে। এর আগে বার্সেলোনায় খেলার সময় চোট পেয়েছিলেন নেইমার। সেইসময়ও এই কমপ্রেশন বুট পড়ানো হয়েছিল নেইমারকে। এখন দেখার বিষয় কবে ব্রাজিলের প্রাণভোমরা সুস্থ হয়ে দলে ফেরেন। তাঁকে ঘিরেই যে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে সেলকাওরা।

 

Exit mobile version