Australian Open: কার্লোস আলকারাজের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার নাওমি ওসাকার

।। প্রথম কলকাতা ।।

রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার এক সপ্তাহ আগে নাম প্রত্যাহার করলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। টুইটারে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ জানান, “অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আমরা তাকে AO2023-এ মিস করব।” যদিও জাপানি তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানানো হয়নি।

শুক্রবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজও ডান পায়ের সমস্যার কারণে নাম প্রত্যাহার করে নেন। আলকারাজের পর নাওমি ওসাকার নাম প্রত্যাহার টুর্নামেন্টের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। প্রবীণ আমেরিকান ভেনাস উইলিয়ামসও নামবেন না কোর্টে।

২০১৯ এবং ২০২১ সালে মেলবোর্নে চ্যাম্পিয়ন ওসাকা পেটে ব্যথা নিয়ে সেপ্টেম্বরে টোকিওতে একটি টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করার পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। সেই কারণে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে গেছেন জাপানি তারকা।

 

চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এর আগে তার মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের কথা বলেছিলেন। এবং ফ্রেঞ্চ ও ইউএস ওপেন উভয় ক্ষেত্রেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। অ্যাকিলিসের ইনজুরিতে তিনি উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নেন।

Exit mobile version