Soumitra Chatterjee Documentary: নন্দনে ‘আমি সৌমিত্র’, প্রবাদপ্রতিম অভিনেতার মৃত্যুর দু’বছর পর মুক্তি পেল তথ্যচিত্র

।। প্রথম কলকাতা ।।

Soumitra Chatterjee Documentary: তাঁর চলে যাওয়া বিনোদন জগতের জন্য সবচেয়ে বড় ক্ষতি। তবে তিনি সারা জীবন মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন। শিল্পী কোনদিনও মরে না। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রের শ্যুটিং শেষ করেছিলেন। জীবনের শেষ শ্যুটিং ভারতলক্ষ্মী স্টুডিওতে করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং অরিন্দম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ‘আমি সৌমিত্র’তে (Ami Soumitra) শেষ কাজ করেছিলেন প্রবাদপ্রতিম এই অভিনেতা। তাঁর মৃত্যুর দু’বছর পর মুক্তি পেল এই তথ্যচিত্র।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে ‘নন্দন ২’ (Nandan 2) প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আমি সৌমিত্র’। শো টাইম বেলা একটা। প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের জন্য প্রদর্শিত হবে এটি। প্রসঙ্গে সৌমিত্র কন্যা পৌলোমী বসু একটি ফেসবুক পোস্ট করেছেন। লিখেছেন, ‘বন্ধুরা অবশেষে আমাদের তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ মুক্তি পাচ্ছে। জানি, শেষ মুহূর্তে খবর দিচ্ছি। ‘নন্দন ২’তে প্রথম প্রদর্শিত হবে এই তথ্যচিত্র। এক সপ্তাহ ধরে দেখানো হবে আমার বাবার জীবনের উপর তৈরি এই তথ্যচিত্র। তাই এসে দেখে যাবেন। শো টাইম বেলা একটা’।

গোটা বাঙালি জাতির কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় হল এক আবেগের নাম। কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, নাটক সমস্ত স্তরে পারদর্শী ছিলেন তিনি। আর প্রত্যেকটি স্তরে নিজের অনবদ্য অবদান রেখে গিয়েছেন। দেখতে গেলে, কাজ পাগল ছিলেন এই মানুষটি। মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে গিয়েছেন। এই তথ্যচিত্রে ব্যক্তি সৌমিত্র থেকে শিল্পী সৌমিত্রর নানা দিক তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্রের শ্যুটিং শেষ করার পর পরই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৪৫ দিন ছিলেন হাসপাতালে। করোনা নেগেটিভ হলেও, তাঁকে আর বাড়ি ফেরানো যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version