।। প্রথম কলকাতা ।।
Sunil Chhetri: প্রত্যেকের স্বপ্ন থাকে রেকর্ড করা। কিন্তু সেটা যদি দেশের হয়ে হয় তাহলে তো আর কথাই নেই। এবার সেটাই করে দেখালেন সুনীল ছেত্রী। তিনি দেশকে জেতাচ্ছেন। রেকর্ড বইয়ের পাতায় নাম তুলছেন। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। ভারতের চারে, সুনীলের হ্যাট্রটিক। আর এই হ্যাটট্রিকের ফলে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলসংখ্যা হল ৯০। ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচে সুনীল ৯০টি গোল করে ইতিমধ্যেই টপকে গিয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারিকে। ১৪২টি ম্যাচে দাহারির গোলসংখ্যা ৮৯ । ভারত অধিনায়কের আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি দায়ি এবং লিও মেসি। এই পর্যন্ত সহজ হিসেব বুঝবেন সকলেই। কিন্তু যেটা মজার বিষয় তা হল প্রতি ম্যাচে গোল করার গড়ে মেসি এবং রোনাল্ডোর থেকে এগিয়ে গিয়েছেন সুনীল। ক্যাপ্টেন লিডার এবং লেজেন্ড। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একজন ভারতীয় ফুটবলারের নাম উচ্চারিত হচ্ছে এটাই সবচেয়ে বড় গর্বের ব্যাপার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম