Sujan Dasgupta Death: রহস্যজনক মৃত্যু সুজন দাশগুপ্তর, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ‘একেন বাবু’র স্রষ্টার দেহ

।। প্রথম কলকাতা ।।

Sujan Dasgupta Death: প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার সকাল ১০:০৫ নাগাদ সার্ভে পার্কের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে লেখকের? তা এখনও জানা যায়নি। ‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে তাঁর পরিচারিকা সুনিতা দাস ফ্ল্যাটে যান। অনেকবার দরজা ধাক্কানো সত্ত্বেও, কোনও জবাব মেলেনা। তার পর বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীদের খবর দেন তিনি। তাঁরা এসে দরজা ভাঙতে না পারলে পুলিশে খবর দেওয়া হয়। যদিও পুলিশ আসতে আসতে প্রতিবেশী ও গার্ডরা মিলে দরজা ভাঙেন। আর ঘরে ঢুকেই দেখতে পান মেঝেতে পড়ে আছেন লেখক।

৫০ বছর ধরে আমেরিকাতেই থাকতেন তিনি। মেয়েও আমেরিকাবাসী। বিগত কয়েক মাস হল কলকাতার এই বাড়িতে থাকছিলেন তিনি। মঙ্গলবার রাতে একাই ছিলেন ‘একেন বাবু’র (Eken Babu) স্রষ্টা, কারণ স্ত্রী গিয়েছেন শান্তিনিকেতনে (Shantiniketan)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাথরুমে যাওয়ার সময় মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তে পাঠানো হয়েছে লেখকের দেহ। গেল ২ জানুয়ারি ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন তিনি। নাতি-নাতনির ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমার নাতি-নাতনি এমিরেটস এয়ারলাইন্সে নিই ইয়র্ক থেকে কলকাতায় আসছে। দুবাই আসার পথে প্লেনে দেখাচ্ছে ‘দ্য একেন’। দেখে দারুণ খুশি! আমাকে ছবি দুটো পাঠিয়েছে আমার কন্যা। একেন মাটি থেকে আকাশে – নতুন বছরে আমার আনন্দ!”

কে জানতো, সেটাই হবে তাঁর লাস্ট পোস্ট। ‘একেন বাবু’ সমগ্রের রচয়িতা তিনি। তাছাড়া ‘খিলখাবানার গাম্বিলো’, ‘নিভৃতে’, ‘কৌতুকী’র মত বই লিখেছেন তিনি। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর মৃত্যু প্রসঙ্গে পর্দার একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) জানিয়েছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না। ১০ মিনিট হল খবরটা শুনেছি। সব কিছু গুলিয়ে যাচ্ছে কেমন। কিছুই ভাবতে পারছিনা এখন’। এখনও পর্যন্ত ‘একেন বাবু’র যে কটি সিজন ‘হইচই’তে দেখানো হয়েছে, সব কটিই সাড়া ফেলেছে দর্শকমহলে। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্ত নিজের মতো করে গড়ে নিলেও, মূল গল্পটা ছিল সুজন দাশগুপ্তেরই (Sujan Dasgupta)। খুব কম সময়ে এই নতুন গোয়েন্দাকে গ্রহণ করেছে সবাই। ফেলুদা-ব্যোমকেশের ভিড়ে নিজের জায়গা করে নিয়েছেন ‘একেন বাবু’। এদিকে লেখকের মৃত্যু প্রসঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version