Mir Zafar: ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ, ‘মীর-জাফর’-এর কাহিনী নিয়ে আসছে শ্রাবন্তী-প্রিয়াঙ্কারা

।। প্রথম কলকাতা ।।

Mir Zafar: এবার দুই বাংলার সীমান্তপারের কথা নিয়ে আসছে ‘মীর-জাফর’। এটি একটি রাজনৈতিক থ্রিলার মূলক ছবি। বুধবার প্রকাশ্যে এসেছে চরিত্রদের লুক। ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), সৌরভ দাস (Sourav Das), জিয়াউল রোশন (Jiaul Roshan)। এই ছবির হাত ধরে বহু বছর পর এপার বাংলায় কাজ করছেন ফেরদৌস আহমেদ। ছবির নাম শুনলেই মনে পড়ে মুর্শিদাবাদের কথা। সিরাজউদদৌলার বিশ্বাসঘাতক সেনাপতির কথা মাথায় আসে। আসলে ছবির পরিচালক মুর্শিদাবাদেরই ছেলে।

প্রসঙ্গে ‘HT বাংলা ডিজিটাল’-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক, সামাজিক পরিস্থিতির ছবি উঠে আসবে সিনেমায়’। তাঁর চোখে বর্তমান সময়ে প্রায় সকলেই ‘মীরজাফর’। তাঁর বক্তব্য, ‘এখন যা পরিস্থিতি, সেখানে কারোর কাছে সমাজ, কারোর কাছে নিজের স্বামী, কারোর কাছে স্ত্রী ‘মীরজাফর’-এর রোল প্লে করে। আমার কাছে যেমন সময়টাই মীরজাফর’। অর্কদীপ মল্লিকা নাথ (Arkadeep Mallika Nath) জানিয়েছেন, ‘আমি যেহেতু মুর্শিদাবাদের ছেলে, জায়গাটা আমার কাছে চেনা। তাই সেই প্রেক্ষাপটেই ছবি বানাচ্ছি। ছবির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ’।

ফেরদৌস আহমেদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখা। এর আগে ‘হঠাৎ বৃষ্টি’তে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। এর পর ‘মীর-জাফর: চ্যাপ্টার টু’-তে আবার এক হচ্ছেন তাঁরা। ‘এবিপি আনন্দ’-এর পক্ষ থেকে একটি রিল শেয়ার করা হয়েছে। যেখানে নিজের নিজের চরিত্রে সেজে উঠেছেন তারকারা। প্রিয়াঙ্কাকে অতি সাধারণ দেখিয়েছে। অন্যদিকে ফেরদৌসকে খানিকটা ডনের মতো দেখিয়েছে। এদিকে শ্রীলেখার পোশাকে সম্ভ্রান্ত পরিবারের ছায়া রয়েছে। অনির্বাণকে ছবিতে দেখা যাবে রাজনৈতিক নেতা সুধীর চৌধুরীর ভূমিকায়। এদিকে শ্রাবন্তীকে দেখা যাবে সীমান্ত পার হয়ে আসা উদ্বাস্তু হিন্দুর চরিত্রে। তাই তাঁর পোশাকও সেরকমই রয়েছে। যদিও পরে তিনি ভালোবেসে ধর্ম বদলাবেন। তবে এসব চরিত্রের মাঝে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সৌরভ দাস। ছবির শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারিতেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version