IPL 2023: টি-টোয়েন্টি ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ইশান কিশান

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: ১৮ এপ্রিল মঙ্গলবার, টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) ৪,০০০ রান পূর্ণ করেছেন ইশান কিশান (Ishan Kishan)। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩-এ সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এই বাঁ-হাতি ব্যাটার।

 

ঈশান কিশান ছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে ৪,০০০-এর বেশি রান সহ অন্যান্য ভারতীয় ব্যাটাররা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেএল রাহুল, মনীশ পান্ডে, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, অম্বাতি রায়ডু, সঞ্জু স্যামসন, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, মুরালি বিজয়, ঋদ্ধিমান সাহা, বীরেন্দ্র শেহবাগ, হার্দিক পান্ডিয়া এবং নীতীশ রানা।

 

সোমবার, ১৬ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ২১ বলের হাফ সেঞ্চুরি করেন। এদিন সানরাইজার্সের বিরুদ্ধে মার্কো জানসেনের বলে আউট হওয়ার আগে কিশান ৩১ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৮ রান করেন। এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে ৪,০০০ রান থেকে মাত্র ৩১ রান কম ছিলেন। যা তিনি সহজেই পুর্ণ করে নেন।

 

তিলক ভার্মার পরে আইপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্সের শীর্ষস্থানীয় রান-স্কোরারদের তালিকায় বর্তমানে ঈশান কিশান দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচটি ম্যাচে এই বাঁ-হাতি ব্যাটার ৩৩.৮০ গড়ে এবং ১৪৫.৬৮ স্ট্রাইক-রেটে ১৬৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৫৮। গত বছর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিশান।

Exit mobile version