।। প্রথম কলকাতা ।।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কিনছেন বলে জানা গিয়েছিল ভারতের ধনী ব্যাবসায়ী মুকেশ আম্বানি। এক মাস আগে শোনা গিয়েছিল লিভারপুল কিনতে চলেছেন তিনি। জানা গিয়েছিল তিনি নাকি ক্লাব কেনার ব্যাপারে সব খোঁজ-খবর নিতেও শুরু করেছিলেন। তবে না, লিভারপুল নয় এবার আর্সেনাল ক্লাব কেনায় আগ্রহ প্রকাশ করেছেন আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের মালিক।
ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের মতো বড় বড় ক্লাব সহ বেশ কয়েকটি ইংলিশ ক্লাব সম্প্রতি বিক্রির জন্য রাখা হয়েছে। এই উভয় ক্লাবের বর্তমান মালিকরা সঠিক মূল্যে তাদের অংশীদারিত্ব বিক্রি করতে চাইছেন। ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ইংল্যান্ডে একটি ফুটবল ক্লাব কিনতে চাইছেন বলে জানা গেছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড বা লিভারপুল নয়, আর্সেনাল কিনতে পারেন ভারতের ধনীতম ব্যক্তি।
দ্য অ্যাথলেটিক-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ আম্বানির ছেলে আকাশ আর্সেনালের একজন বড় অনুরাগী। ছেলের ইচ্ছাতেই ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন মুকেশ আম্বানি। তাই আর্সেনালের দিকে চোখ রয়েছে মুকেশ আম্বানি। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) মার্সিসাইড ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করার পরপরই আম্বানি লিভারপুলের সম্ভাব্য কেনাকাটায়ও আগ্রহী ছিলেন। আর্সেনালের সিংহভাগ শেয়ার বর্তমানে ক্রোয়েঙ্ক স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের মালিকানাধীন।