FIFA World Cup 2022: ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে হলুদ সাগরে সিএসকে জার্সি ওড়ালেন এমএস ধোনির ভক্ত

।। প্রথম কলকাতা ।।

 

সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের জোড়া গোলে বিশ্বকাপে দুর্দান্ত অভিযান শুরু করেছে ব্রাজিল। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে সাম্বা ঝলক দেখেছে বিশ্ব ফুটবল। রিচার্লিসনের দ্বিতীয় গোলে মুগ্ধ হয়ে গেছে সমর্থকরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে হলুদ ঝড় আছড়ে পড়ে। হলুদের সাগরের মধ্যে অদ্ভুত হলুদ জার্সি দেখা গেল। কারণ সেলেকাওদের জন্য স্টেডিয়াম মাতালেন এমএস ধোনি ভক্তরা।

 

এদিন চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় দোহার লুসাইল স্টেডিয়াম থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্তের একটি ছবি পোস্ট করেন। ঘটনাচক্রে, দেখা যায় ওই ধোনি ভক্ত ধোনির চেন্নাইয়ের জার্সি নিয়ে একজন ব্রাজিল ভক্তের সঙ্গে পোজ দিচ্ছিলেন। দুজনেই ধোনির সিএসকে জার্সি উপরে ধরে ছবি তুলেছেন। ধোনি ভক্ত অতীতে এমএস ধোনির সঙ্গে দেখা করতে এবং সেলফি তুলতে সক্ষম হয়েছেন।

https://twitter.com/ChennaiIPL/status/1595996952680103938?t=n8C5pXEJj4TDvr4oHmS4qQ&s=19

ম্যাচের শুরু থেকে একটু ছন্নছাড়া লাগলেও, ম্যাচ যত এগিয়েছে ছন্দে ফিরেছে ব্রাজিল। তবে চেনা ব্রাজিলকে খোলস থেকে বেড়াতে সময় লাগলো দ্বিতীয়ার্ধ পর্যন্ত। প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকলেও। দ্বিতীয়ার্ধে সাম্বা ফুটবলের ঝলক দেখল বিশ্ব ফুটবল। ৬২ মিনিটে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। এরপর ৭৩ মিনিটে চোখ ধাঁধানো বাই সাইকেল কিকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি যে বিশ্বকাপের সেরা গোলের তালিকায় থাকবে তা বলাই যায়।

Exit mobile version